প্রণব সরকার, আগরতলা: মণিপুরে অশান্তির আবহে মিজোরামে উদ্ধার প্রচুর অস্ত্রশস্ত্র। ভিনরাজ্যে পাচারের আগে ত্রিপুরার তিন যুবকের কাছ থেকে সেগুলি উদ্ধার করেন তদন্তকারীরা। বিপুল পরিমাণ এই বেআইনি অস্ত্র পাচারের ঘটনায় ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মিজোরামে কি তাদের নাশকতার ছক ছিল, তা খতিয়ে দেখছে পুলিশ।
গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে রাজ্য পুলিশের গোয়েন্দা শাখার বিশেষ দল মিজোরামের লুঙ্গলেই জেলার বাজারে অভিযান চালায়। সেখান থেকে বিপুল সংখ্যক অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। লুঙ্গেলি বাজারে গোয়েন্দা শাখার এই অভিযানে উদ্ধার হয় বেআইনি দুটি একে -৪৭ রাইফেল, পাঁচটি আমেরিকান তৈরি এম ফোর কার্বাইন, ২০টি ম্যাগাজিন, ৫হাজার ১৭৯ রাউন্ড লাইভ বুলেট।
উল্লেখ্য, গত জানুয়ারি মাসেও মিজোরাম- মায়ানমার সীমান্ত এলাকা থেকে বিপুল পরিমাণ বেআইনি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছিল মিজোরাম পুলিশ। মিজোরামে ঘন ঘন অত্যাধুনিক প্রযুক্তির বেআইনি অস্ত্র উদ্ধারের ঘটনায় ত্রিপুরা-সহ উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।
বেআইনি অস্ত্র চোরাকারবারীরা মিজোরামকে অস্ত্র পাচারের সেফ করিডর হিসেবে বেছে নিয়েছে বলেই মনে করছেন তদন্তকারীরা। লুংলেই থানায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে লুংলেই থানার পুলিশ। কোথা থেকে এবং কার কাছে এই বিপুল পরিমাণ বেআইনি অস্ত্রগুলি পেল ধৃতরা, কোথায় পাচারের ছক ছিল – তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন