সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্ত্রীর গলায় মঙ্গলসূত্র, কপালে টিপ না থাকলে কী করে তাঁর প্রতি অনুরক্ত হবেন স্বামী! এক দম্পতির কলহ মেটানোর সময় এমনই মন্তব্য করেছেন এক বিচারক। আর তা নিয়ে শুরু হয়েছে বিতর্ক। পুণের আইনজীবী অঙ্কুর আর জাহাগিরদার ‘লিঙ্কডইন’-এ একটি পোস্ট করে এই ঘটনার কথা উল্লেখ করেছেন।
তিনি জানিয়েছেন, পুণের জেলা আদালতে গার্হস্থ্য হিংসার মামলায় বিচারক ওই মন্তব্য করেন। বলেছিলেন, ”আমি দেখতে পাচ্ছি আপনি মঙ্গলসূত্র ও টিপ পরেননি। যদি আপনি একজন বিবাহিত মহিলার মতো আচরণ না করেন তাহলে আপনার স্বামী কীভাবে আপনার প্রতি অনুরক্ত হবেন?”
কেবল এই ঘটনাই নয়, আরও একটি ঘটনার কথা উল্লেখ করেছেন ওই আইনজীবী। জানিয়েছেন, এক দায়রা আদালতে এক দম্পতির হয়ে মামলায় বিচারক বলেন, ”যদি কোনও মহিলা ভালো রোজগার করেন, তাহলে উনি এমন একজন স্বামীকে চান যিনি ওঁর থেকে বেশি রোজগার করেন। এবং কখনওই কম রোজগার করা স্বামীকে মেনে নেবেন না। অথচ যদি কোনও পুরুষ বিয়ে করেন, তিনি তাঁর বাড়িতে বাসন মাজেন এমন কাজের লোককেও বিয়ে করতে পারেন। দেখুন, পুরুষরা কতটা নমনীয় হন! আপনাদেরও নমনীয় হতে হবে। একরোখা হলে হবে না।”
এই ঘটনাগুলির উল্লেখ করে ওই আইনজীবী লিখেছেন, ‘এটা একেবারেই হিমশৈলের চূড়া মাত্র। জেলা আদালতে এমন অনেক ঘটনা ঘটে যা যে কোনও যুক্তিবাদী, শিক্ষিত এবং চিন্তাশীল ব্যক্তির বিবেককে নাড়া দেবে। দুর্ভাগ্যবশত, আমার মনে হয় আমাদের সমাজের কিছু জঘন্য জিনিসের প্রতি সহনশীলতা রয়েছে। কেন এমন হয় তা স্পষ্ট- পিতৃতান্ত্রিক ক্লাবের প্রথম নিয়মই হল আপনি সেই ক্লাব সম্পর্কে কথা বলবেন না।’