দেবব্রত মণ্ডল, বারুইপুর: সুন্দরবনে উদ্ধার হল এক পূর্ণবয়স্ক বাঘের মৃতদেহ। সুন্দরবনের বনি ক্যাম্প সংলগ্ন এলাকা থেকে ওই দেহ উদ্ধার করা হয়েছে। বিষয়টি প্রশাসনের নজরে আসতেই উত্তেজনা ছড়ায় বনকর্মীদের মধ্যে। ওই শার্দুল মহারাজের মৃত্যু কীভাবে হয়েছে তা নিয়ে প্রথম দিকে রহস্য তৈরি হলেও পরে অবশ্য জানা যায় বয়সজনিত কারণেই মৃত্যু হয়েছে বাঘের।
প্রথমে অনেকেই আশঙ্কা করেছিলেন, সুন্দরবনের জঙ্গলে চোরাশিকারীরা আবার হয়ত সক্রিয় হয়েছে। সন্দেহ ছিল, তাদের হাতেই মৃত্যু হয়েছে ওই পূর্ণবয়স্ক রয়্যাল বেঙ্গলের! পরে অবশ্য জানা যায় ঘটনাটিতে কোনওরকম সন্দেহে কারণ নেই। বয়সের ভারে স্বাভাবিকভাবেই মৃত্যু হয়েছে ওই বাঘের।
বন দপ্তর সূত্রে জানা গিয়েছে, বাঘটির আনুমানিক বয়স হয়েছিল প্রায় ১৪ বছর। যদিও বিষয়টিতে সম্পূর্ণ নিশ্চিত হতে নির্দিষ্ট প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাওয়ারই সিদ্ধান্ত নিয়েছে বনদপ্তর। জেলা বনদপ্তর সূত্রে আরও জানা গিয়েছে, শুক্রবার সকালে দক্ষিণ ২৪ পরগণা জেলার বনবিভাগের অন্তর্গত বনি ক্যাম্প সংলগ্ন জঙ্গল থেকে বাঘটির দেহ উদ্ধার করেন বনকর্মীরা। পরে ওই ক্যাম্পেই সংশ্লিষ্ট আধিকারিকদের উপস্থিতিতে বাঘটির দেহের ময়নাতদন্ত করা হয়। সেই রিপোর্টেই জানা যায়, বার্ধক্যজনিত কারণেই মৃত্যু হয়েছে ওই পূর্ণবয়স্ক বাঘের।
এই ঘটনা প্রসঙ্গে দক্ষিণ ২৪ পরগনার বনবিভাগের আধিকারিক নিশা গোস্বামী বলেন, “বাঘটির একটি দাঁত ভাঙা ছিল, যেটি বয়সজনিত কারণেই হয়েছে। আর দাঁতভাঙা থাকার কারণেই শিকার ধরতে অক্ষম হয়ে গিয়েছিল সে, ফলে খাবারের অভাবে বাঘ আরও দুর্বল হয়ে পড়ে এবং অবশেষে তার মৃত্যু হয়।”