‘ভূত বাংলা’য় যিশু-অক্ষয়ের আড্ডা, ছবি দেখে কোন আবদার করলেন ইমন?

‘ভূত বাংলা’য় যিশু-অক্ষয়ের আড্ডা, ছবি দেখে কোন আবদার করলেন ইমন?

খেলাধুলা/SPORTS
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ব্যক্তিগতজীবনে যত টানাপোড়েনই থাক না কেন, নিজেকে আদ্যোপান্ত কাজে ডুবিয়ে রেখেছেন যিশু সেনগুপ্ত। গতবছরই নীলাঞ্জনার সঙ্গে তাঁর দাম্পত্য ভাঙার খবরে মন ভেঙেছিল শত শত অনুরাগীদের। তবে দু’জনের পথ এখন আলাদা। যে যার কাজে ব্যস্ত। যিশু যখন মহেশ ভাটের ‘আর্থ’ সিনেমাটিকে নিজের পরিচালনায় বাংলা সংস্করণে উপহার দিতে উদ্যোগী, তখন নীলাঞ্জনাও নতুন সিরিয়ালের কাজ শুরু করেছেন। এসবের মাঝেই প্রিয়দর্শন পরিচালিত অক্ষয় কুমারের ‘ভূত বাংলা’ ছবিতে শুটিং শুরু করেছেন যিশু। সেই সিনেমার সেট থেকেই শুটের অবসরে দারুণ মুহূর্ত শেয়ার করলেন অভিনেতা।

টলিউড, বলিউড এবং দক্ষিণী সিনে ইন্ডাস্ট্রি মিলিয়ে যিশু বর্তমানে বেশ ব্যস্ত অভিনেতা। বাংলা ছবির পাশাপাশি চুটিয়ে হিন্দি ছবিতেও অভিনয় করছেন। ৩টি দক্ষিণী ছবিও করে ফেলেছেন। প্রথম সারির বলিউড ছবি ‘মরদানি’, ‘মণিকর্নিকা’, ‘বরফি’, ‘পিকু’, ‘শকুন্তলা দেবী’র মতো সিনেমার পাশাপাশি ট্রায়াল সিরিজেও অভিনয় করেছেন যিশু। কখনও তাঁকে বিদ্যা বালন, রানি মুখোপাধ্যায়ের স্বামীর ভূমিকায় তো কখনও বা আবার কঙ্গনা রানাউতের বিপরীতে দেখা গিয়েছে। এবার অক্ষয় কুমারের ভূতুড়ে ছবির গুরুত্বপূর্ণ ভূমিকায় যিশু সেনগুপ্ত। আর সেই ছবির শুটিংয়েই বলিউড খিলাড়ির কাঁধে হাত রেখে হাসিমুখে ক্যামেরায় পোজ দিতে দেখা গেল যিশু সেনগুপ্তকে। ক্যাপশনে লেখা- ‘সেটে মজার মুহূর্ত।’ আর সেই ছবি দেখেই গায়িকা ইমন চক্রবর্তী একটি আবদার করে ফেললেন। কী? কমেন্ট বক্সেই তিনি লিখেছেন, ‘আমার হয়ে অক্ষয়কে একটা হাই বলে দিও।’

প্রসঙ্গত, ‘ভুল ভুলাইয়া’, ‘হেরা ফেরি’, ‘ভাগম ভাগ’ থেকে ‘গরম মশালা’, একটার পর একটা ব্লকবাস্টার সিনেমা উপহার দিয়েছে অক্ষয়-প্রিয়দর্শন জুটি। তবে মাঝে তাঁদের সম্পর্কে ভাঁটা পড়ে! দীর্ঘ ১৪ বছর বন্ধুত্বের খরা কাটিয়ে এবার একসঙ্গে ‘ভূত বাংলা’ (Bhoot Bangla) উপহার দিতে চলেছেন। যে ছবির শুটিং ইতিমধ্যেই শুরু হয়েছে। আর অক্ষয় কুমারের (Akshay Kumar) সেই ‘ভূতবাংলো’তেই বিশেষ চরিত্রে অভিনয় করছেন যিশু সেনগুপ্ত (Jisshu Sengupta)।

গতবছর দেবের বিপরীতে ‘খাদান’ ছবিতে খলচরিত্রে বাজিমাত করেছেন অভিনেতা। এবার বলিউডের বিগ বাজেট সিনেমায় বঙ্গসন্তান। প্রিয়দর্শন পরিচালিত সিনেমায় প্রথমবার অভিনয় করতে চলেছেন যিশু। আর সেই খবরটা প্রথম ফাঁস করেছিলেন তাব্বু। কারণ তিনিও ‘ভূতবাংলো’তে রয়েছেন। উল্লেখ্য, অক্ষয়-প্রিয়দর্শনের ‘ভূতবাংলো’ ছবিতে ওয়ামিকা গাব্বিও রয়েছেন। এই সিনেমার সিংহভাগ শুটিং হবে কেরালা, শ্রীলঙ্কা এবং গুজরাতে। ‘ভূত বাংলো’ ছবির গল্পের অন্যতম ট্যুইস্ট হচ্ছে ‘ব্ল্যাক ম্যাজিক’ বা কালাজাদুকে ঘিরেই আবর্তিত হবে গল্প। ‘ভুল ভুলাইয়া’র মতো এই সিনেমাও কি বক্স অফিসে সুনামী আনতে পারবে অক্ষয়ের কেরিয়ারে খরা কাটানোর পাশাপাশি? চোখ থাকবে সেদিকে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ






Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *