সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অপারেশন সিঁদুরের লোগোকে ট্রেডমার্ক হিসেবে পেতে চাইছেন রিলায়েন্স কর্ণধার মুকেশ আম্বানি। বৃহস্পতিবার বেলা থেকেই এই খবর ছড়িয়ে পড়েছিল। কিন্তু এবার কার্যতই ঢোঁক গিলল সংস্থা। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের তরফে জানিয়ে দেওয়া হল ভুল করে ওই আবেদন করা হয়েছিল।
একটি বিবৃতি জারি করে রিলায়েন্স জানিয়েছে, ‘অপারেশন সিঁদুর এখন ভারতীয় সাহসিকতার প্রতীক হিসেবে জাতীয় চেতনার অংশ। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের এটিকে ট্রেডমার্ক করার কোনও ইচ্ছা নেই। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের একটি ইউনিট জিও স্টুডিওজ ট্রেডমার্কের আবেদন প্রত্যাহার করে নিয়েছে। এক জুনিয়র ভুল করে কারও সম্মতি ছাড়াই ওই আবেদন করে ফেলেছিল।’ পরে জানিয়ে দেওয়া হয়, ‘অপারেশন সিঁদুর নিয়ে রিলায়েন্স গর্বিত। সন্ত্রাসবাদের সঙ্গে লড়াইয়ে আমাদের সরকার ও সেনার পাশে দাঁড়াচ্ছে রিলায়েন্স। ‘ইন্ডিয়া ফার্স্ট’-এর প্রতি আমাদের দায়বদ্ধতা একই রকম অটুট।’
বুধবারই অপারেশন সিঁদুরকে ওয়ার্ক মার্ক হিসেবে নথিভুক্ত করার আবেদন করে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ। মিশনের লোগোকে ট্রেডমার্ক হিসেবে পেতে চেয়েছিলেন আম্বানি। শিক্ষা ও বিনোদনমূলক পরিষেবা দানের ক্ষেত্রে লোগোটি ব্যবহার করতে চেয়েছিলেন তিনি। তবে আম্বানি একাই নন, আবেদন করেছেন আরও তিন ব্যক্তি। তাঁরা হলেন মুকেশ চেত্রাম আগরওয়াল, গ্রুপ ক্যাপ্টেন কমল সিং ওবেরয় (অবসরপ্রাপ্ত) ও অলোক কোঠারি। এবার রিলায়েন্স জানিয়ে দিল, এমন আবেদন তারা করেনি।
প্রসঙ্গত, অপারেশন সিঁদুরের পর ক্রমশ বাড়ছে ভারত-পাকিস্তানের সংঘাত। বুধবার রাতে ভারতের সীমান্তবর্তী ১৫টি শহরে ক্ষেপণাস্ত্র হামলার চেষ্টা চালিয়েছে পাকিস্তান। তবে ভারতীয় সেনার তৎপরতায় ব্যর্থ পাক হানার চেষ্টা। প্রত্যাঘাতে লাহোরের এয়ার ডিফেন্স সিস্টেম গুঁড়িয়ে দিয়েছে সেনা। ভারতীয় সেনার বিবৃতির পরে বিশ্লেষকরা মনে করছেন, সরাসরি যুদ্ধ হয়তো সময়ের অপেক্ষা।