ভুয়ো জব কার্ডে শীর্ষে উত্তরপ্রদেশ, অথচ বাংলার ১০০ দিনের বকেয়া মেটাচ্ছে না কেন্দ্র!

ভুয়ো জব কার্ডে শীর্ষে উত্তরপ্রদেশ, অথচ বাংলার ১০০ দিনের বকেয়া মেটাচ্ছে না কেন্দ্র!

রাজ্য/STATE
Spread the love


১০০ দিনের বকেয়া টাকা না মিটিয়ে বাংলার দুর্নীতিকে দুষছে কেন্দ্র। এদিকে উত্তরপ্রদেশে মিলেছে ৩,৪২১টি ভুয়া জব কার্ড। বাংলায় ২টি।

বাংলার প্রতি বঞ্চনা এক নজিরবিহীন জায়গায় নিয়ে যাচ্ছে কেন্দ্রের বিজেপি সরকার। ইতিমধ্যে বাংলার প্রাপ‌্য প্রায় পৌনে দু’লক্ষ কোটি টাকা আটকে রেখেছে তারা। ‘১০০ দিনের কাজ’, ‘গ্রামীণ আবাস যোজনা’র মতো গুরুত্বপূর্ণ প্রকল্পে রাজ্যের টাকা বন্ধ রয়েছে বেশ কয়েক বছর। গরিব মানুষের কথা চিন্তা করে নিজেদের কোষাগারের টাকায় রাজ‌্য সরকার প্রকল্পগুলি চালু রেখেছে। কিছুদিন আগে কলকাতা হাই কোর্টও কেন্দ্রকে জানিয়েছে, এইভাবে ১০০ প্রকল্পের টাকা আটকে রাখা যায় না। কেন্দ্রকে ১ আগস্টের মধ্যে ১০০ দিনের কাজের প্রকল্পের টাকা দিতে হবে নির্দেশ হাই কোর্টের। ১ আগস্ট আসতে হাতেগোনা দিন বাকি।

সংসদের চলতি বাদল অধিবেশনে তৃণমূল কংগ্রেসের দু’জন সাংসদ কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রীর কাছে প্রশ্ন রাখেন, কেন্দ্র পশ্চিমবঙ্গকে টাকা দেওয়ার বিষয়ে কী ভাবছে? লিখিত জবাবে কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন, এখনও কোর্টের নির্দেশটি তাঁরা পর্যালোচনা করে দেখছেন। বলাই বাহুল‌্য, যাবতীয় যুক্তি আসলে বাহানা। আরও এক তৃণমূল সাংসদের প্রশ্নের জবাবে তার প্রমাণ স্পষ্ট। তিনি জানতে চেয়েছিলেন, ১০০ দিনের প্রকল্পে কোন রাজ্যে কত ভুয়া জব কার্ড মিলেছে? কেন্দ্রের জবাব, শীর্ষে উত্তরপ্রদেশ।

২০২২-’২৩ অর্থবর্ষ থেকে কেন্দ্রীয় সরকার দুর্নীতির দোহাই দিয়ে রাজ‌্যকে ১০০ দিনের প্রকল্পে টাকা দেওয়া বন্ধ রেখেছে। কেন্দ্রের অভিযোগ, বাংলাতেও প্রচুর ভুয়া জব কার্ড রয়েছে। এই ভুয়া কার্ডের মাধ‌্যমেই নাকি ১০০ দিনের প্রকল্পের কোটি কোটি টাকা তুলে নেওয়া হচ্ছে। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রীর লিখিত জবাবে দেখা যাচ্ছে, ২০২২-’২৩ অর্থবর্ষে দেশে ভুয়া জবকার্ডের সংখ‌্যা সাকুল্যে ৭ লক্ষ ৫৯ হাজার। তার মধ্যে উত্তরপ্রদেশে সংখ‌্যাটি ২ লক্ষ ৯৯ হাজার ৩৫৪। বাংলায় মাত্র ৫ হাজার ২৬৩টি কার্ড। পরের বছর উত্তরপ্রদেশে বাতিল হয় এক লক্ষ ৪৭ হাজার ৩৯৭টি জব কার্ড। বাংলায় বাতিল হয় ৭১৯টি জব কার্ড। সদ‌্য শেষ হওয়া আর্থিক বছরে, মানে ২০২৪-’২৫ সালে উত্তরপ্রদেশে মিলেছে ৩ হাজার ৪২১টি ভুয়া জব কার্ড। বাংলায় পাওয়া গিয়েছে মাত্র ২টি ভুয়া জব কার্ড।

বিজেপি শাসিত উত্তরপ্রদেশে লক্ষ লক্ষ ভুয়া জব কার্ড মিললেও সেখানে দুর্নীতির কারণে ১০০ দিনের কাজের প্রকল্প বন্ধ হয় না। অথচ যে বাংলায় মাত্র ২টি ভুয়া জব কার্ড বাতিল হয়েছে সেখানে দুর্নীতির অভিযোগ তুলে গত তিন বছর ধরে কেন্দ্র টাকা দেওয়া বন্ধ রেখেছে। কেন্দ্রের এই টাকা বন্ধ রাখার পদক্ষেপ যে সম্পূর্ণ রাজনৈতিক তা সংসদে কেন্দ্রীয় মন্ত্রীর দেওয়া সামান‌্য তথ‌্য থেকেই জলের মতো পরিষ্কার।

১০০ দিনের প্রকল্পে কোন রাজ‌্য কত টাকা পেয়েছে তা জানতে চেয়ে এক তৃণমূল সাংসদ যখন প্রশ্ন করেন, তখন কেন্দ্রীয় মন্ত্রী উত্তরে যে তালিকাটি সংসদে পেশ করেন তাতে বাংলার নামই রাখা হয়নি। দেশের সব রাজ‌্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের নাম থাকলেও তালিকায় বাংলা ঠঁাই পায়নি। এই বঞ্চনা নিঃসন্দেহে নজিরবিহীন। এই বঞ্চনার প্রতিবাদ সর্বস্তর থেকে হওয়াই অভিপ্রেত।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *