নন্দিতা রায়, নয়াদিল্লি: বাংলা ও বাঙালির উপর অত্যাচার ও অপমান নিয়ে সংসদে শুরু থেকেই তীব্র প্রতিবাদ করে আসছে তৃণমূল। এবার রাজ্যের শাসকদলের সঙ্গে যোগ দিল কংগ্রেসও। লোকসভা এবং রাজ্যসভা দুই কক্ষেই এই ইস্যুতে মুলতুবি প্রস্তাব জমা দিল হাত শিবির।
সদ্য মঙ্গলবারই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা লোকসভার দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় ভার্চুয়াল ভাষণে দলীয় নেতা ও কর্মীদের বিজেপির দ্বারা বাংলা ও বাঙালিদের অপমান-সহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সরব হতে আহ্বান জানান। সেই নির্দেশ মেনেই বুধবার সংসদের অধিবেশন শুরুর আগে তৃণমূলের লোকসভা ও রাজ্যসভার সাংসদরা সংসদ চত্বরে মকরদ্বারের সামনে তুমুল প্রতিবাদ জানান। জাতীয় সংগীতের অপমান দেশদ্রোহিতার সমান, বাংলা ও বাঙালির অপমান মানছি না মানব না, বিজেপি শাসিত রাজ্যে বাংলাভাষী ও বাঙালিদের উপর অত্যাচার হচ্ছে কেন জবাব দাও স্লোগানে মুখরিত হয়ে ওঠে সংসদ চত্বর।
বৃহস্পতিবারও সংসদে এই ইস্যুতে প্রতিবাদ জানাতে চলেছে তৃণমূল কংগ্রেস। তবে একা তৃণমূল নয়, এবার এই ইস্যুতে এবার সরব হতে চলেছে কংগ্রেসও। সংসদের দুই কক্ষেই ভাষার অবমাননা ইস্যুতে মুলতুবির নোটিস দিয়েছে কংগ্রেস। সূত্রের খবর, বাংলা এবং বাঙালির অবমাননা নিয়ে তৃণমূলের পাশাপাশি বিজেপিকে নিশানা করতে চাইছে কংগ্রেসও। এই ইস্যুতে তৃণমূলের সঙ্গে সমন্বয় বাড়াতে চাইছে হাত শিবির।
বৃহস্পতিবার রাতেই রাহুল গান্ধীর ডাকা নৈশভোজে উপস্থিত থাকবেন তৃণমূলের লোকসভার দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। ওই বৈঠকে বাংলা-বাঙালি ইস্যুতে সমন্বয় বাড়ানো নিয়ে আলোচনা হতে পারে। তাছাড়া বিহারের SIR নিয়েও আলোচনা হবে। ওই বৈঠকের আগে বাংলা-বাঙালি ইস্যুতে কংগ্রেসের নোটিস দেওয়াটা বেশ তাৎপর্যপূর্ণ।