সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি অপারেশন সিঁদুরের সময় ভারত-পাক সংঘাতে অন্তত ৪-৫টি যুদ্ধবিমান ধ্বংস হয়েছে। যদিও কোন পক্ষের যুদ্ধবিমান ধ্বংস হয়েছে সে ইঙ্গিত ট্রাম্পের কথায় মেলেনি। তবে এবার লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছ থেকে জানতে চাইলেন, এই বিষয়ে সত্যিটা যেন দেশকে জানান তিনি।
এক্স হ্যান্ডলে রাহুল লেখেন, ‘মোদিজি, পাঁচ বিমানের বিষয়ে সত্যিটা কী? দেশের তা জানার অধিকার রয়েছে।’ ট্রাম্পের ভিডিওটি পোস্ট করে তিনি এই প্রশ্ন ছুড়ে দিয়েছেন। ঠিক কী বলেছেন ট্রাম্প? তাঁর দাবি, “ভারত ও পাকিস্তানের যুদ্ধ ভয়াবহ আকার নিয়েছিল। দুই দেশ একে অপরের দিকে ক্রমাগত আঘাত হানছিল। আমার মনে হয় ওই সংঘাতে অন্তত ৪-৫টা যুদ্ধবিমান ধ্বংস হয়েছে।”
ভারত-পাক সংঘাত চলাকালীন পাকিস্তান দাবি করে ভারতের অন্তত ৬টা যুদ্ধবিমান ধ্বংস করেছে তারা। এর মধ্যে একাধিক রাফালে জেটও রয়েছে। পালটা ভারতও পাকিস্তানের একাধিক এয়ারবেস ধ্বংসের দাবি করেছে। যুদ্ধবিমান ধ্বংস প্রসঙ্গে পরে ভারতের সেনা সর্বাধিনায়ক অনিল চৌহান মেনে নেন, সংঘাতে ভারত যুদ্ধবিমান হারিয়েছে। তবে সংখ্যা উল্লেখ করেননি তিনি।
এদিকে অপারেশন সিঁদুরের সময় ভারতের কোনও রাফালে জেট নামাতে পারেনি পাকিস্তান, পাক সরকারের দাবি খারিজ করে আগেই খোদ রাফালে প্রস্তুতকারী সংস্থা দাসাল্ট অ্যাভিয়েশন এমনটা জানিয়ে দিয়েছে। সংস্থার সিইও এরিক ট্র্যাপিয়ার জানিয়ে দেন, অপারেশন সিঁদুর চলাকালীন ভারত একটি মাত্র রাফালে যুদ্ধবিমান খুইয়েছে। তবে সেটা শত্রুর সঙ্গে সংঘর্ষে নয়। বরং পদ্ধতিগত ব্যর্থতার কারণে। এবার এই ইস্যু নিয়ে চর্চা আরও নতুন মাত্রা পেল ট্রাম্পের মন্তব্যে। এখন দেখার মোদি সরকারের তরফে বা বিজেপির কেউ রাহুলকে এই নিয়ে কোনও জবাব দেয় কিনা।