ভারত না পাকিস্তান, সংখ্যাতত্ত্বের বিচারে মহারণে এগিয়ে কারা? কী বলছেন ভবিষ্যদ্বক্তা

ভারত না পাকিস্তান, সংখ্যাতত্ত্বের বিচারে মহারণে এগিয়ে কারা? কী বলছেন ভবিষ্যদ্বক্তা

রাজ্য/STATE
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। তারপরই মহারণে নামবে ভারত-পাকিস্তান। যুদ্ধ শুধু ক্রিকেট মাঠে নয়, হিসেব-নিকেশ চলছে মাঠের বাইরেও। কে জিতবে চ্যাম্পিয়ন্স ট্রফির লড়াইয়ে? সংখ্যাতত্ত্বের বিচারে এগিয়ে কারা? সংবাদ প্রতিদিন ডিজিটালকে জানালেন ভবিষ্যদ্বক্তা প্রীতম দাস ওরফে প্রিন্স।

বাংলাদেশের বিরুদ্ধে প্রথম ম্যাচে সহজেই জিতেছে ভারত। অন্যদিকে নিউজিল্যান্ডের কাছে হেরে কিছুটা ব্যাকফুটে পাক বাহিনী। সাম্প্রতিক কালেও বারবার রোহিতদের কাছে পরাস্ত হয়েছেন বাবর আজমরা। তবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের রেকর্ড ভালো। আজ কার দিকে পাল্লা ভারী? ভবিষ্যদ্বক্তা প্রীতম দাসের মতে, মহারণে এগিয়ে ভারতই।

কারণ হিসেবে তিনি জানাচ্ছেন, টিম ইন্ডিয়ার উপর আজ ১, ৩, ৫ সংখ্যার প্রভাব রয়েছে। এর মধ্যে ৩ সংখ্যাটির প্রভাব সবথেকে বেশি। আর সেখানে পাকিস্তানের কী অবস্থা? রিজওয়ানদের উপর ১, ৪, ৭ সংখ্যার প্রভাব রয়েছে। এর মধ্যে ৭ সংখ্যার প্রভাব রয়েছে বেশি। প্রীতম দাসের মতে সংখ্যাতত্ত্বের হিসেবে এই ৭ সংখ্যার সঙ্গে কেতুর শক্তি যুক্ত হয়ে আছে। তিনি জানাচ্ছেন, ‘কেতু পাপ গ্রহ ও পাকিস্তানের দলের উপর তার প্রভাব মোটেই ভালো দেখাচ্ছে না।’

বিপরীতে, ৩ সংখ্যাটি সাধারণভাবে যথেষ্ট শুভ ও এই সংখ্যার সুপ্রভাব ভারতীয় দলের উপর বিশেষ দেখা যাচ্ছে বলে মত প্রীতম দাসের। তাই সংখ্যাতত্ত্ব অনুযায়ী, ভারতের জেতার সম্ভাবনা পাকিস্তানের থেকে অনেকটাই বেশি তা বলাই যায়। অর্থাৎ শুধু মাঠে পারফরম্যান্সের লড়াইয়ে নয়, সংখ্যাতত্ত্বও এগিয়ে রাখছে মেন ইন ব্লুদের। আর সেটা দেখার জন্যই অপেক্ষা করছে দেশের ক্রিকেটভক্তরা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *