নন্দিতা রায়: আজ যা ভারতের সঙ্গে হয়েছে তা যে কোনও সময় অন্য যে কোনও দেশের সঙ্গে হতে পারে। লন্ডন থেকে শত্রু পাকিস্তানের বিরুদ্ধে বিশ্বকে সতর্ক করতে গিয়ে এমনই বললেন বিজেপির রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য। ডেনমার্কের কোপেনহেগেন থেকে রবিবার লন্ডনে পৌঁছেছে তাঁর নেতৃত্বাধীন দলটি।
পহেলগাঁও সন্ত্রাস এবং অপারেশন সিঁদুরের পর ভারতের অবস্থান, পাশাপাশি পাকিস্তানের দ্বিচারিতা গোটা বিশ্বের সামনে তুলে ধরতে বিশ্বের বিভিন্ন প্রান্তে প্রতিনিধি দল পাঠিয়েছে কেন্দ্র। বিজেপি সাংসদ রবিশংকর প্রসাদের নেতৃত্বাধীন দলটি বর্তমানে রয়েছে লন্ডনে। সেখান থেকেই শমীককে বলতে শোনা গেল, ”আমরা ইউরোপের সমস্ত দেশকে একই বার্তা দিতে চাই যে, আজ ভারতে যা ঘটছে তা আগামিকাল যে কোনও জায়গায় ঘটতে পারে। এটা সমগ্র বিশ্বের জন্য একটি ভয়ংকর সতর্কীকরণ। আজ ভারতে যা ঘটছে তা আগামী দিনে যেকোনও জায়গাতেই ঘটতে পারে।”
প্রসঙ্গত, গতকাল শনিবার কোপেনহেগেন থেকেও শমীক পাকিস্তানের বিরুদ্ধে সরব হয়েছিলেন। জানিয়ে দিয়েছিলেন, যারা সিঁদুর মুছেছে, তাদের সেই কুকর্মের মূল্য চোকাতে হয়েছে। তিনি বলেন, “গোটা বিশ্বে আমরা ঘুরছি হাতজোড় করে কারও কাছে সাহায্য চাওয়ার জন্য নয়। উদ্দেশ্য একটাই সকলকে সতর্ক করা। আজ যেটা আমাদের সঙ্গে হচ্ছে, কাল তোমাদের সঙ্গেও হবে। ফলে এই সন্ত্রাসবাদকে গোড়া থেকে উপড়ে ফেলতে হবে।”
পাশাপাশি তাঁর কথায়, ”আপনার বুকে যদি কেউ একে-৪৭ ধরে তবে আপনি কী বলবেন, হরে কৃষ্ণ। আপনারা ইসকনের লোক হবেন? দেখুন না ইসকনের এক সন্ন্যাসীকে যাকে জেলে ঢোকানো হয়েছে। যে তাঁর জন্য খাবার দিতে গিয়েছিল তাকেও জেলে পুরেছে। ফলে আমি বলব, সন্ত্রাসের সমস্যা গোটা বিশ্বের সমস্যা। ভারত আর এসব সহ্য করবে না।” এরপর রবিবার সেখান থেকে লন্ডনে পৌঁছেছে শমীক ভট্টাচার্যের নেতৃত্বাধীন দলটি।