সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চোদ্দ বছর আগে যুবভারতী স্টেডিয়াম সাক্ষী থেকেছিল মেসি-মায়ার। দেশের জার্সিতে অধিনায়কত্বের সূচনাটা সেদিন ভারতীয় ফুটবলের রাজধানীতে করেছিলেন তিনি। আবারও যুবভারতীতে ফিরছেন তিনি, বিশ্বকাপজয়ী অধিনায়ক হয়ে। দশমীর সকালেই লিওনেল মেসির ম্যানেজমেন্টের পক্ষ থেকে জানানো হয়েছে, ডিসেম্বর মাসে ভারতে আসছেন আর্জেন্টাইন মহাতারকা। একগুচ্ছ কর্মসূচি রয়েছে তাঁর।
ম্যানেজমেন্টের জারি করা বিবৃতিতেই মেসি বলেছেন, “ভারত খুব স্পেশাল একটা দেশ। তাই সেখানে আবারও যেতে পারাটা আমার কাছে অত্যন্ত সম্মানের। ১৪ বছর আগে ভারত সফরে গিয়েছিলাম, সেখানে দারুণ স্মরণীয় মুহূর্ত কাটিয়েছিলাম।” জানা গিয়েছে, ১৩ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত ভারতে থাকবেন মেসি। প্রথমেই তিনি কলকাতায় পা রাখবেন। সেখান থেকে মুম্বই এবং নয়াদিল্লিতে যাবেন। তবে ভারতে এসে আরও একটি শহরে যাবেন মেসি, সেই শহরের নাম এখনও চূড়ান্ত হয়নি।
মেসির এই সফরের অন্যতম আকর্ষণ ‘গোট কনসার্ট’। প্রাথমিকভাবে অবশ্য এই অনুষ্ঠান হওয়ার কথা ছিল ক্রিকেটের নন্দনকানন ইডেন গার্ডেন্সে। তবে শেষ পর্যন্ত তা হতে চলেছে এশিয়ার অন্যতম সেরা ফুটবল স্টেডিয়াম যুবভারতীতে। সেখান থেকে যাবেন লেকটাউনে, নিজের মূর্তি উদ্বোধন করতে। তারপর আরও একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে আর্জেন্টাইন ম্যাজিশিয়ানের। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও দেখা করবেন এলএমটেন।
কলকাতা থেকে মুম্বই পাড়ি দেবেন মেসি। ১৪ ডিসেম্বর মেসি যাবেন মুম্বই। যেখানে অনুষ্ঠান রাখা হয়েছে ব্রেবোর্ন স্টেডিয়ামে। উপস্থিত থাকবেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবিস। এছাড়াও ওই স্টেডিয়ামে প্যাডেল গোট কাপে দর্শক হিসাবে মাঠে থাকবেন মেসি। ভারতের ক্রীড়া এবং বলিউড দুনিয়ার বহু তারকার সঙ্গে সাক্ষাৎ হবে তাঁর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেও দেখা করবেন আর্জেন্টাইন মহাতারকা।