ভারতে অনুপ্রবেশের চেষ্টা, রাজস্থানে বিএসএফের হাতে আটক পাক রেঞ্জার্স!

ভারতে অনুপ্রবেশের চেষ্টা, রাজস্থানে বিএসএফের হাতে আটক পাক রেঞ্জার্স!

ইন্ডিয়া খবর/INDIA
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজস্থানে ভারত-পাক সীমান্তে বিএসএফের হাতে আটক পাকিস্তানি রেঞ্জার। জানা যাচ্ছে, সীমান্ত পেরিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছিলেন অভিযুক্ত ওই পকিস্তানি জওয়ান। সেই সময়েই তাঁকে ধরে ফেলে বিএসএফ। উল্লেখ্য, গত এক সপ্তাহ ধরে পাকিস্তানের হাতে আটক পশ্চিমবঙ্গের বাসিন্দা বিএসএফ জওয়ান পূর্ণম সাউ। এবার ভারতের হাতে পাক রেঞ্জারের গ্রেপ্তারি কূটনৈতিকভাবে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

বিএসএফ সূত্রের খবর, সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকে পড়েছিলেন অভিযুক্ত ওই পাক জওয়ান। শুধু তাই নয়, বিএসএফকে রীতিমতো গালিগালাজ করে সে। এই পরিস্থিতিতে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয় বিএসএফের তরফে। জানা গিয়েছে, এই ঘটনার রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে পাকিস্তানে। সূত্রের খবর, জওয়ানকে ছাড়াতে শনিবারই ফ্ল্যাগ মিটিংয়ে বসে দুই দেশের সেনা। সেখানে পাকিস্তানের তরফে ওই জওয়ানের মুক্তির দাবি করা হয়। যদিও তাদের দাবিতে আমল দেয়নি বিএসএফ।

পহেলগাঁও জঙ্গি হামলাকে কেন্দ্র করে দুই ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরম আকার নিয়েছে। হামলার ঘটনায় যে সরাসরি পাকিস্তানের যোগ রয়েছে ইতিমধ্যেই তা স্পষ্ট হয়ে গিয়েছে। এই আবহেই দিন সাতেক আগে ভুল বশত পাকিস্তানের সীমান্তে ঢুকে পড়ার অভিযোগে গ্রেপ্তার করা হয় বাংলার বিএসএফ জওয়ান পূর্ণম সাউকে। তাঁকে ছাড়াতে দুই দেশের সেনার মধ্যে একাধিক ফ্ল্যাগ মিটিং হলেও পূর্ণমকে মুক্তি দেয়নি পাকিস্তান। এই ঘটনায় রীতিমতো চিন্তায় পূর্ণমের পরিবার। পূর্ণমের স্ত্রী রজনী সম্প্রতি স্বামীর খোঁজ নিতে পাঠানকোটেও গিয়েছিলেন। সেখানে বিএসএফের তরফে তাঁকে আশ্বস্ত করা হয় শীঘ্রই পূর্ণমকে নিরাপদে ফিরিয়ে আনা হবে। এরইমাঝে বিএসএফের হাতে গ্রেপ্তার হলেন পাক রেঞ্জার।

উল্লেখ্য, সেনা বা অসামরিক নাগরিকদের তরফে ভুলবশত সীমান্ত পার করা নতুন কোনও ঘটনা নয়। এক্ষেত্রে সামরিক প্রোটকল মেনে ফ্ল্যাগ মিটিংয়ের মাধ্যমে ভুলবশত পার হওয়া ব্যক্তিকে নিজ দেশে ফিরিয়ে দেওয়াই নিয়ম। তবে পহেলগাঁও আবহে বিএসএফ জওয়ানের মুক্তির ক্ষেত্রে সে নিয়ম অমান্য করে পাকিস্তান। নিজের পাতা ফাঁদে পা দিয়ে এবার বিপাকে পড়ল প্রতিবেশী দেশ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ






Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *