‘ভারতের খেলাধুলোকে অন্য উচ্চতায় নিয়ে যাবে’, ২০৩৬ অলিম্পিক আয়োজনে ফের বার্তা মোদির

‘ভারতের খেলাধুলোকে অন্য উচ্চতায় নিয়ে যাবে’, ২০৩৬ অলিম্পিক আয়োজনে ফের বার্তা মোদির

ইন্ডিয়া খবর/INDIA
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতের মাটিতে অলিম্পিক আয়োজন নিয়ে ফের বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ইতিমধ্যেই আন্তর্জাতিক অলিম্পিক কমিটিকে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়েছে ভারতীয় অলিম্পিক সংস্থা। এবার মোদির বক্তব্য অলিম্পিক আয়োজন করতে পারলে তা ভারতের খেলাধুলোকে অন্য উচ্চতায় নিয়ে যাবে। জাতীয় গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে ফের বার্তা দিলেন প্রধানমন্ত্রী।

মঙ্গলবার থেকে উত্তরাখণ্ডে শুরু হয়েছে জাতীয় গেমস। তার উদ্বোধনী অনুষ্ঠানেও মোদির মুখে উঠে এল ২০৩৬ অলিম্পিক আয়োজনের কথা। সেখানে তিনি বলেন, “আমরা ২০৩৬ অলিম্পিক আয়োজনের চেষ্টা করে চলেছি। যদি সেটা হয়, তাহলে ভারতের খেলাধুলো অন্য উচ্চতায় চলে যাবে। যেখানেই অলিম্পিক হয়, সেখানে সবক্ষেত্র লাভবান হয়। অ্যাথলিটদের জন্য আরও ভালো পরিকাঠামো তৈরি করা যায়।’

সেই সঙ্গে অ্যাথলিটদের উদ্দেশে তাঁর বার্তা, “আপনাদের দক্ষতা বাড়ানো আমাদের লক্ষ্য। আপনাদের প্রতি আমাদের সমর্থন সব সময় থাকবে। আমরা মনে করি, খেলাধুলো এই দেশের উন্নতির অন্যতম সহায়ক। ‘এক ভারত, শ্রেষ্ঠ ভারত’-এর সুন্দর ছবি এই খেলায় উঠে আসে।”

পরের অলিম্পিক হবে লস অ্যাঞ্জেলসে। তার পর ২০৩২ সালের জন্য নির্দিষ্ট হয়ে আছে অস্ট্রেলিয়ার ব্রিসবেন। ২০৩৬ অলিম্পিক আয়োজন করতে চেয়ে আন্তর্জাতিক অলিম্পিক কমিটিকে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়েছে ভারতীয় অলিম্পিক সংস্থা। শুধু ওই বছরের অলিম্পিক নয়, তার সঙ্গে প্যারালিম্পিকও আয়োজন করতে চায় ভারত। উল্লেখ্য স্বাধীনতা দিবসে লালকেল্লায় দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘোষণা করেছিলেন, “দেশের মাটিতে অলিম্পিক আয়োজন আমাদের স্বপ্ন। আর সেই স্বপ্ন পূরণের লক্ষ্যে এগোচ্ছে দেশ।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *