ভারতীয় অর্থনীতি নিয়ে ট্রাম্পের মন্তব্য় ‘ভিত্তিহীন’, প্রকাশ্যেই রাহুলের বিরোধিতায় ‘মোদিভক্ত’ থারুর!

ভারতীয় অর্থনীতি নিয়ে ট্রাম্পের মন্তব্য় ‘ভিত্তিহীন’, প্রকাশ্যেই রাহুলের বিরোধিতায় ‘মোদিভক্ত’ থারুর!

স্বাস্থ্য/HEALTH
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার প্রকাশ্যেই রাহুল গান্ধীর বিরোধিতা করলেন শশী থারুর। ভারতীয় অর্থনীতি নিয়ে ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যকে সমর্থন করে বৃহস্পতিবার সুর চড়ান লোকসভার বিরোধী দলনেতা। কিন্তু শুক্রবার শশী সাফ জানিয়ে দিলেন, ভারতীয় অর্থনীতি নিয়ে ট্রাম্প যা বলেছেন আসলে সেরকমটা নয়।

বুধবার ভারতের উপর ২৫ শতাংশ শুল্ক চাপিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। রাশিয়া থেকে অস্ত্র এবং তেল কেনার জন্য ভারতকে আলাদা করে শাস্তি পেতে হবে বলেও জানান ট্রাম্প। বৃহস্পতিবার ফের ভারত এবং রাশিয়াকে তোপ দেগেছেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রুথ সোশালে ট্রাম্প লেখেন, ‘রাশিয়ার সঙ্গে ভারত কী করছে সেটা নিয়ে আমার কোনও মাথাব্যথা নেই। ওরা দুই দেশ নিজেদের মৃত অর্থনীতি নিয়ে আরও তলিয়ে যেতে পারে। আমরা ভারতের সঙ্গে খুব কম বাণিজ্য করি, কারণ অনেক বেশি শুল্ক ওখানে। একইভাবে রাশিয়ার সঙ্গেও আমেরিকা বাণিজ্য করে না।’

ট্রাম্পের এই মন্তব্যের সঙ্গে সহমত পোষণ করে এক্স হ্যান্ডেলে পোস্ট করেন রাহুল গান্ধী। কংগ্রেস সাংসদ লেখেন, ‘ভারতের অর্থনীতি মৃত, মোদি তাকে খুন করেছেন। আদানি-মোদির পার্টনারশিপ, ডিমনিটাইজেশন, ভ্রান্ত জিএসটির পাশাপাশি কৃষক এবং ক্ষুদ্র শিল্প একেবারে ধূলিসাৎ হয়ে গিয়েছে। ভারতীয় যুবসমাজের ভবিষ্যৎ নষ্ট করে দিয়েছেন মোদি কারণ তাদের জন্য কোনও চাকরি নেই।’ পরে তিনি বলেন, “এই বিষয়গুলো প্রধানমন্ত্রী আর অর্থমন্ত্রী ছাড়া সকলেই জানে। মার্কিন প্রেসিডেন্ট এই তথ্য তুলে ধরেছেন আমি তাতে খুশি। গোটা বিশ্ব জানে বিজেপি ভারতীয় অর্থনীতির ক্ষতি করে আদানিকে সাহায্য করেছে।”

কিন্তু রাহুলের এই মন্তব্যে একমত হননি কংগ্রেস-সহ বিরোধীদের অনেকেই। কার্তি চিদম্বরম থেকে শুরু করে রাজীব শুক্লর মতো কংগ্রেস সাংসদরা ঘুরিয়ে বলেছেন, ট্রাম্পের দাবির আসলে কোনও সত্যতা নেই। তবে শশী থারুর প্রকাশ্যেই এবার বললেন, “ভারতীয় অর্থনীতি নিয়ে ট্রাম্প যা বলেছেন বাস্তবটা সেরকম নয়, আমরা সবাই সেটা জানি।” উল্লেখ্য, সাম্প্রতিক অতীতে নরেন্দ্র মোদির প্রশংসা শোনা গিয়েছে শশীর কণ্ঠে। কংগ্রেসের অন্দরেও ক্ষোভ রয়েছে শশীকে ঘিরে। সেই পরিস্থিতির কথা মাথায় রেখেই রাহুলের সঙ্গে তাঁর মতানৈক্য যথেষ্ট ইঙ্গিত।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ






Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *