সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভাঙা পা নিয়েও ফের ময়দানে। অদম্য, অকুতোভয়ী মানসিকতার উদাহরণ তৈরি করেছেন ঋষভ পন্থ। ম্যাঞ্চেস্টার টেস্টে পা ভেঙে গেলেও ফের ব্যাট করতে নামতে হয়েছে। মুখে-চোখে যন্ত্রণার ছাপ স্পষ্ট ছিল। কিন্তু নিয়মের গেরোয় তাঁকে ব্যাট করতে হয়েছে। যা নিয়ে সোচ্চার হয়েছেন অনেকে। এবার কি সেই নিয়ম বদলাতে চলেছে জয় শাহের আইসিসি?
আইসিসির নিয়মের গেরো বলছে চোট পেয়ে কোনও ব্যাটার যদি ব্যাট করতে না পারেন তাহলে অন্য কাউকে পরিবর্ত ব্যাটার হিসাবে নামানো যাবে না। একমাত্র ব্যতিক্রম কনকাশন সাব। ম্যাঞ্চেস্টার টেস্টের প্রথম দিন ক্রিস ওকসের বল রিভার্স সুইপ মারতে গিয়ে পায়ে চোট পান ঋষভ পন্থ। দ্বিতীয় দিন শুরুর আগে জানা যায়, ইংল্যান্ড সিরিজ থেকেই ছিটকে গিয়েছেন। বেশ কিছুদিন মাঠের বাইরে থাকতে হবে তাঁকে। এরপরও দলের স্বার্থে ব্যাট করতে নেমে ৫৪ রানের গুরুত্বপূর্ণ ইনিংস উপহার দেন তিনি।
একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, পন্থের ঘটনার পর বদলি প্লেয়ারের নিয়ম বদলানোর কথা ভাবছে আইসিসি। ক্রিকেট নিয়ামক সংস্থার এক সূত্র জানিয়েছেন, “একটা সম্ভাবনা আছে যে, দলগুলো এবার শরীরের বাইরের অংশেও গুরুতর চোটের ক্ষেত্রে বদলি খেলাতে পারবে। বিষয়টা এখনও আলোচনার স্তরে আছে। পরের আইসিসির ক্রিকেট কমিটির মিটিংয়ে আশা করা হচ্ছে এই নিয়ে কথা হবে।”
উল্লেখ্য, প্রথম শ্রেণির ক্রিকেটে পুরনো নিয়ম খুব দ্রুত বদলাতে চলেছে। চলতি বছরের অক্টোবর থেকে নতুন নিয়ম লাঘু হবে। যেখানে ম্যাচের মধ্যে বা তার আগে অনুশীলনের সময় কোনও প্লেয়ার গুরুতর আহত হলে, বাকি ম্যাচে ওই ভূমিকার প্লেয়ারকে খেলানো যাবে। অর্থাৎ লাইক ফর লাইক চেঞ্জ। কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে আদৌ এই নিয়ম চালু হবে কি না, তা এখনও ভাবনাচিন্তার স্তরে।