ভাঙা কাঁধে দেশের জার্সিতে শেষ লড়াই, আচমকা আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় ইংল্যান্ডের ওকসের

ভাঙা কাঁধে দেশের জার্সিতে শেষ লড়াই, আচমকা আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় ইংল্যান্ডের ওকসের

বৈশিষ্ট্যযুক্ত/FEATURED
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতের বিরুদ্ধে ওভালের মহা গুরুত্বপূর্ণ টেস্টে কাঁধে চোট নিয়ে ব্যাট করতে নামছেন ক্রিস ওকস। এক হাত সোয়েটারের মধ্যে ঢোকানো। লড়াকু সেই ছবিটাই ওকসের আন্তর্জাতিক কেরিয়ারের শেষ মুহূর্ত হয়ে রইল। ইংল্যান্ডের জার্সি আর পরবেন না তারকা পেসার। আবেগঘন ভাষায় আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায়ের কথা জানিয়েছেন তিনি।

৩৬ বছর বয়সি ওকস ৬২টি টেস্ট ম্যাচ, ১২২টি ওডিআই ও ৩৩টি টি-টোয়েন্টি খেলেছেন। উইকেট সংখ্যা যথাক্রমে ১৯২, ১৭৩ ও ৩১। ব্যাট হাতেও সক্রিয় ভূমিকা নিয়েছেন বহু ম্যাচে। এমনকী টেস্টে সেঞ্চুরিও আছে। থ্রি লায়ন্সের হয়ে ওয়ানডেতেও সেঞ্চুরির কাছাকাছি আসেন (৯৫)। ২০১১ সালে অভিষেকের পর তিন ফরম্যাটে ধারাবাহিক ভাবে খেললেও সাম্প্রতিক সময়ে টেস্ট দলের মূল স্তম্ভ ছিলেন। ভারতের বিরুদ্ধে কাঁধে চোট পেলেও অ্যাসেজে খেলার ইচ্ছা ছিল। কিন্তু সেটা ইচ্ছাই রয়ে যাবে। আর বাস্তব হল না।

সোশাল মিডিয়ায় ওকস লিখেছেন, ‘ইংল্যান্ডের হয়ে খেলাটা আমার ছোটবেলার স্বপ্ন ছিল। সেই স্বপ্নটা বাস্তবে রূপ দিতে পেরে আমি নিজেকে ভাগ্যবান মনে করি। ২০১১ সালে অস্ট্রেলিয়ায় আমার অভিষেকটা গতকালের মতো মনে হচ্ছে। কিন্তু মজা করতে করতে কতগুলো বছর কেটে গেল। দুটি বিশ্বকাপ জেতা ও অসাধারণ অ্যাশেজ সিরিজের অংশ হওয়ার সৌভাগ্য আমার কখনও হবে ভাবিনি। সতীর্থদের সঙ্গে সেই স্মৃতি ও সেলিব্রেশন চিরকাল আমার সঙ্গে থাকবে।’ তবে ঘরোয়া ক্রিকেটে ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যেতে চান ওকস।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ







Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *