‘ভগবান হনুমান ভুয়ো দেবতা’, মূর্তি সরাতে চেয়ে হিন্দুবিদ্বেষী মন্তব্য ট্রাম্পের দলের নেতার

‘ভগবান হনুমান ভুয়ো দেবতা’, মূর্তি সরাতে চেয়ে হিন্দুবিদ্বেষী মন্তব্য ট্রাম্পের দলের নেতার

স্বাস্থ্য/HEALTH
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভুয়ো হিন্দু দেবতা বলে ভগবান হনুমানকে কটাক্ষ করলেন ডোনাল্ড ট্রাম্পের দলে নেতা! দিনকয়েক আগেই ট্রাম্পের বাণিজ্য উপদেষ্টা পিটার নাভারো দাবি করেছিলেন, রুশ তেল কিনে আসলে ফায়দা লুটছে ভারতের ব্রাহ্মণরা। এবার আবারও হিন্দুবিদ্বেষী মন্তব্য করলেন ট্রাম্পের দলের আরেক নেতা। তাঁর মতে, খ্রিস্টান দেশে হিন্দু দেবতার মূর্তি থাকাই উচিত নয়।

বিতর্কের সূত্রপাত টেক্সাসের একটি হনুমান মূর্তি ঘিরে। ওই মূর্তি থাকা উচিত নয় বলে দাবি করেছেন রিপাবলিকান নেতা আলেকজান্ডার ডানকান। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, ‘এক ভুয়ো হিন্দু দেবতার ভুয়ো মূর্তি, সেটা টেক্সাসে থাকার অনুমতি দেব কেন আমরা? আমরা তো খ্রিস্টান রাষ্ট্র।’ যদিও সাংবিধানিকভাবে বা সরকারিভাবে আমেরিকা খ্রিস্টান দেশ নয়, ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। সেদেশের সংখ্যাগরিষ্ঠ নাগরিক খ্রিস্টধর্ম পালন করেন।

রিপাবলিকান নেতার এই মন্তব্য প্রকাশ্যে আসতেই প্রবল নিন্দা শুরু হয়েছে। আমেরিকার হিন্দু সংগঠনের তরফে এক্স হ্যান্ডেলে বলা হয়, এহেন মন্তব্য প্রবল হিন্দুবিদ্বেষী এবং উসকানিমূলক। রিপাবলিকান দলকে উদ্দেশ্য করে সংগঠনের তরফে বলা হয়, “ডানকানকে সতর্ক করা উচিত। দলের বিদ্বেষবিরোধী নীতিকে প্রকাশ্যেই লঙ্ঘন করেছেন তিনি। হিন্দু বিদ্বেষ ছড়াচ্ছেন।” নেটিজেনরাও মনে করিয়ে দিয়েছেন, মার্কিন সংবিধান প্রত্যেক নাগরিককে নিজের পছন্দমতো ধর্ম পালনের স্বাধীনতা দেয়।

উল্লেখ্য, গত বছরই উন্মোচন করা হয়েছিল টেক্সাসের এই হনুমানমূর্তি। আমেরিকার উচ্চতম হিন্দু মূর্তিগুলির মধ্যে এটি অন্যতম। সবমিলিয়ে আমেরিকার তৃতীয় উচ্চতম মূর্তি এটি। কিন্তু সেই মূর্তিই সরিয়ে দিতে চেয়ে বিদ্বেষমূলক মন্তব্য করলেন ট্রাম্পের দলের নেতা।





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *