ব্যাঙ্ক চেক চুরি করে দেদার কারচুপি, উত্তরপ্রদেশের ‘জামতাড়া গ্যাং’য়ের পান্ডা গ্রেপ্তার বর্ধমানে

ব্যাঙ্ক চেক চুরি করে দেদার কারচুপি, উত্তরপ্রদেশের ‘জামতাড়া গ্যাং’য়ের পান্ডা গ্রেপ্তার বর্ধমানে

রাজ্য/STATE
Spread the love


সৌরভ মাজি, বর্ধমান: ব্যাঙ্কে জমা পড়া চেক চুরি, তারপর চেকে থাকা নাম ভ্যানিশ করে সেখানে নিজেদের পরিচিত নাম লিখে আবার জমা। এভাবে বিভিন্ন রাজ্যে প্রতারণা চক্র চালাচ্ছিল উত্তর প্রদেশের একটা গ্যাং। সেই গোষ্ঠীরই এক পান্ডা হাতেনাতে ধরা পড়ল বর্ধমানে। শুক্রবার উত্তরপ্রদেশ পুলিশে হাতে গ্রেপ্তার হল সেই পান্ডা। খোঁজ চলছে দলের অন্যান্য সদস্যদের। এটা পুলিশের বড়সড় সাফল্য বলে মনে করা হচ্ছে।

বর্ধমানে বাড়ি ভাড়া নিয়ে ডেরা বেঁধেছিল জামতাড়া গ্যাংয়ের সদস্যরা। চলছিল নানা অনৈতিক কাজকর্ম। বিশেষ করে আর্থিক প্রতারণা। গোপন সূত্রে সেই খবর পেয়ে দিল্লির সাইবার পুলিশ বর্ধমানে হানা দিয়ে তিনজনকে গ্রেপ্তার করে ট্রানজিট রিমান্ডে দিল্লি নিয়ে গেল। উদ্ধার করা হয়েছে প্রচুর সিমকার্ড ও মোবাইল। এদের তিনজনের বিরুদ্ধে কোটি টাকার প্রতারণার অভিযোগ রয়েছে দিল্লির বিভিন্ন থানায়। দীর্ঘদিন ধরেই নজরে ছিল এরা। শেষমেশ বর্ধমানের ডেরা থেকে হাতেনাতে ধরা পড়ল। ট্রানজিট রিমান্ডে তাদের নিয়ে যাওয়া হয়েছে।

উল্লেখ্য, জামতাড়া গ্যাংয়ের কুখ্যাতি রয়েছে গোটা দেশেই। হাই টেক পদ্ধতিতে আর্থিক প্রতারণার জন্য জনতার কাছে রীতিমতো ভয়াবহ তারা। বর্ধমানে ঘাঁটি গেড়ে সেসব কুকীর্তি চলছিল। নানা অভিনব পদ্ধতিতে জনগণের টাকা হাতাচ্ছিল দলের সদস্যরা। এবার ধরা পড়ল অন্যতম মূল পান্ডা। তাকে জেরা করে অন্যান্য সদস্যদের খোঁজ করছে পুলিশ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *