ব্যাগে কাঁচি, মালাইকার বাড়িতে আগন্তুকের হানা! তারপর…

ব্যাগে কাঁচি, মালাইকার বাড়িতে আগন্তুকের হানা! তারপর…

ইন্ডিয়া খবর/INDIA
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সইফ আলি খানের বাড়িতে আততায়ীর হানা নিয়ে চর্চা কম হয়নি। তার রেশ কাটতে না কাটতেই এবার ভয়ংকর অভিজ্ঞতার কথা শিকার করলেন মালাইকা। যা শুনে শিউরে উঠেছেন অনুরাগীরা।

মালাইকা জানান, কোথাও বেরনোর পরিকল্পনা ছিল। নিজের ঘরে তৈরি হচ্ছিলেন। সাজপোশাক সেরে বসার ঘরে বেরিয়ে চমকে ওঠেন। দেখেন, এক অচেনা মহিলা বসে রয়েছেন। ওই মহিলাকে চিনতে পারেননি অভিনেত্রী। ভয় লাগতে শুরু করে তাঁর। ওই মহিলার কাছাকাছি পৌঁছে যাওয়ার পর খেয়াল করেন তাঁর ব্যাগে একটি কাঁচি রয়েছে। যা দেখে রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন। মালাইকার মনে হচ্ছিল, হয়তো কোনও বিপদ হতে পারে। তাই নিজেকে শান্ত করার চেষ্টা করেন। তারপর ওই মহিলার সঙ্গে কথা বলেন মালাইকা। তবে শেষমেশ তিনি বুঝতে পারেন, ওই মহিলা তাঁর অন্ধ অনুরাগী। তাই এমন ভয়ংকর পদক্ষেপ। তাছাড়া আর কিছুই নয়। মালাইকার এই অভিজ্ঞতার কথা শুনে আঁতকে উঠেছেন অনেকে।

বড়পর্দা থেকে দূরে থাকলেও বিগত একদশক ধরে বিভিন্ন রিয়ালিটি শোয়ের বিচারকের আসনে দেখা যায় মালইকাকে। বর্তমানে তিনি ডান্স রিয়ালিটি শো ‘হিপ হপ ইন্ডিয়া সিজন ২’-এর বিচারকের আসন সামাল দিচ্ছেন। দিনকয়েক আগে রিয়ালিটি শো-র অভিজ্ঞতা শেয়ার করেন অভিনেত্রী। তাঁর অভিযোগ, নাচ করার মাঝেই সে বিচারক মালাইকার দিকে তাকিয়ে কখনও চোখ মেরে অশালীন অঙ্গভঙ্গি করেছে, আবার কখনও চুমু ছুড়ে দিয়েছে। স্বাভাবিকভাবেই কিশোরের এহেন ‘অকালপক্ক’ পারফরম্যান্স দেখে মালাইকার মনোক্ষুণ্ণ হয়েছে। অতঃপর বিচারকের আসনে বসেই ওই কিশোর প্রতিযোগীকে বকুনি দিতে ছাড়েননি। সোশাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় সেই মুহূর্তের ভিডিও। ভিডিওতে মালাইকাকে বলতে শোনা গেল, “এই তোমার মায়ের ফোন নম্বর দাও।” যা শুনে প্রতিযোগী স্বাভাবিকভাবেই হতবাক হয়ে গিয়ে প্রশ্ন ছোড়ে- “কেন?” এর পরই মালাইকার উত্তর, “আমাকে চোখ মারছে, আমার দিকে চুমু ছুড়়ছে। এই বয়সে…।” যা নিয়ে নেটপাড়ায় তুমুল আলোচনাও হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *