সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সকাল এগারোটার ব্যস্ত সড়ক। ক্যাব বুক করে অপেক্ষা করছিলেন যুবতী। অভিযোগ, আচমকাই তিনি দেখতে পান সামনে দাঁড়িয়ে থাকা আগন্তুক তাঁর দিকে ঠায় তাকিয়ে। এবং তাঁকে অশ্লীল ইঙ্গিতও করছেন তিনি। এরপরই তাঁর বিস্ময় চরমে ওঠে যখন দেখতে পান, সেই যুবক রাস্তার উপরে দাঁড়িয়েই হস্তমৈথুন শুরু করেছেন! এমনই অভিযোগে চাঞ্চল্য গুরুগ্রামে। পরে পুলিশে অভিযোগ জানাতে গেলেও সেভাবে সাড়া মেলেনি বলে দাবি ইনস্টাগ্রামের ইনফ্লুয়েন্সার ওই যুবতীর। ভাইরাল হয়ে গিয়েছে তাঁর পোস্ট।
পেশায় মডেল ওই যুবতী সোশাল মিডিয়ায় জানিয়েছেন, গত ২ আগস্ট জয়পুর থেকে গুরুগ্রামে এসেছিলেন তিনি। সেখানকার রাজীব চকে দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন ক্যাবের। আচমকাই যুবকের ওই কীর্তি তাঁর চোখে পড়ে। তিনি যে ভিডিওটি পোস্ট করেছেন তাতে যুবতীকে বলতে শোনা গিয়েছে, ”অনেকে বলছেন আমার চিৎকার করা উচিত ছিল অথবা ওই যুবককে থাপ্পড় মারা উচিত ছিল। কিন্তু কেউই বুঝতে পারে না এরকম পরিস্থিতিতে একটা মেয়ের বুকের মধ্যে কী চলতে থাকে। আমি তখন যে কোনওভাবে নিরাপদ থাকতে চাইছিলাম।”
পাশাপাশি ওই যুবতী কাঠগড়ায় তুলছেন স্থানীয় পুলিশকে। এমনকী মহিলা পুলিশের হেল্পলাইনে ফোন করেও সঙ্গে সঙ্গে সাড়া মেলেনি বলে দাবি। পরে থানায় অভিযোগ জানাতে গেলে পুলিশ অভিযোগ নিতে চায়নি বলেও অভিযোগ তাঁর। পরে বাড়ি ফিরে তিনি এক্স হ্যান্ডলে সবটা জানান ভিডিও পোস্ট করে। সেই সঙ্গেই পুলিশকে ট্যাগ করেন। যদিও সেক্ষেত্রেও দ্রুত সাড়া মেলেনি। পরে অবশ্য থানায় ফের গেলে পুলিশ অভিযোগ নিয়েছে। তবে শেষখবর পাওয়া পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি। সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তকে শনাক্ত করে তাঁকে গ্রেপ্তার করাই এখন লক্ষ্য পুলিশের।