সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাষ্ট্রসংঘে দাঁড়িয়ে একাধিকবার কাশ্মীর ইস্যুতে ভারতকে খোঁচা দিতে চেয়েছিল পাকিস্তান। কোনওবারই তারা হালে পানি পায়নি। কড়া ভাষায় পালটা জবাব দিয়েছে ভারত। এবারের তার অন্যথা হল না। কাশ্মীরে মানবাধিকার লঙ্ঘন নিয়ে দিল্লিকে ঠুকতেই চাঁচাছোলা ভাষায় আক্রমণ পাকিস্তানকে আক্রমণ করলেন ভারতের রাষ্ট্রদূত। ধমক দিয়ে বললেন, “ভাষণ দেওয়ার কোনও যোগ্যতা নেই পাকিস্তানের। ওটা একটা ব্যর্থ দেশ।”
উল্লেখ্য, ৩৭০ ধারা বাতিলের পর থেকেই উত্তেজনা তৈরির চেষ্টা করছে পাকিস্তান বলে অভিযোগ গোয়েন্দা সংস্থাগুলোর। ভারতে জঙ্গি অনুপ্রবেশ করিয়ে প্রতিনিয়ত নাশকতার ছক কষছে তারা। জম্মু ও কাশ্মীরে নিয়ন্ত্রণরেখা বরাবর সন্ত্রাসবাদী হামলার লঞ্চপ্যাডগুলো সক্রিয় করেছে পাক সেনা। সেখান থেকে জইশ-ই-মহম্মদ, লস্কর-ই-তইবার জঙ্গিরা ভারতে অনুপ্রবেশ ঘটাচ্ছে।