বোপারার বিধ্বংসী সেঞ্চুরি! পাঠান-যুবরাজের লড়াই সত্ত্বেও ইংল্যান্ডের কাছে পরাজিত ভারত

বোপারার বিধ্বংসী সেঞ্চুরি! পাঠান-যুবরাজের লড়াই সত্ত্বেও ইংল্যান্ডের কাছে পরাজিত ভারত

সিনেমা/বিনোদন/থিয়েটার
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইউসুফ পাঠান, যুবরাজ সিং, স্টুয়ার্ট বিনিদের প্রাণপণ চেষ্টা। তা সত্ত্বেও শেষরক্ষা হল না। ইংল্যান্ড চ্যাম্পিয়নদের কাছে ২৩ রানে হার স্বীকার করতে হল ইন্ডিয়া চ্যাম্পিয়নদের। লিডসে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ২২৩ রান তোলে ইংল্যান্ড। সৌজন্যে রবি বোপারার বিধ্বংসী সেঞ্চুরি। জবাবে ২০০ রানে থামে যায় ভারতের ইনিংস। এর ফলে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডস ক্রিকেট লিগে এখনও জয়হীন রইল ভারত। 

যদিও ম্যাচের শুরুটা দারুণ করেছিল ভারত। বরুণ অ্যারনের বলে বোল্ড হয়ে ফিল মাস্টার্ড (১) সাজঘরে ফেরেন। এরপরেই শুরু হয় তিনে নামা রবি বোপারার তাণ্ডব। তাঁকে যোগ্য সঙ্গত দেন ইয়ান বেল। দু’জনের পার্টনারশিপে ওঠে ১৩১ রান। হরভজনের বলে ব্যক্তিগত ৫৪ রানে বেল ফিরলেও দমানো যায়নি বোপারাকে। ৫৫ বলে ১১০ রানে অপরাজিত থাকেন তিনি। তাঁর ইনিংসটি সাজানো ছিল ৮টি চার, ৮টি ছক্কা দিয়ে।

শেষের দিকে ১৩ বলে ৩৩ রানের ঝোড়ো ইনিংস খেলেন মইন আলি। ৯ বলে ২০ রানে অপরাজিত থাকেন সমিত প্যাটেল। ভারতীয় বোলারদের মধ্যে সবথেকে কৃপণ ছিলেন হরভজন সিং। তাঁর নামের পাশে ১৮ রানে ২ উইকেট। অ্যারনের শিকার ১ উইকেট। করুণ অবস্থা ছিল পবন নেগি এবং বিনয় কুমারের। দুই বোলার মিলিয়ে ৮ ওভারে দেন ১১৬ রান।

জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই হোঁচট খায় ভারত। প্রথম ওভারে রানের খাতা না খুলে সাজঘরে ফেরেন রবিন উথাপ্পা। শিখর ধাওয়ান ফেরেন ১৭ রানে। এরপর অম্বাতি রায়ডু রুখে দাঁড়ানোর চেষ্টা করলেও তাঁর ইনিংস ২৮ রানের বেশি স্থায়ী হয়নি। যুবরাজ ভালোই এগোচ্ছিলেন। কিন্তু ৩৮-এ আউট হয়ে যান। এরপর স্টুয়ার্ট বিনি এবং ইউসুফ পাঠান একটা মরণ কামড় দেওয়ার চেষ্টা করেছিলেন। বিনি ১৩ বলে ৩৫ রানের ঝোড়ো ইনিংস খেলেন। ইউসুফ করেন ২৯ বলে ৫২। যদিও শেষরক্ষা হয়নি। ২৩ রানে হেরে যায় ভারত। চার ম্যাচে তিনটিতে হেরে পয়েন্ট টেবিলে এখন সবার শেষে যুবরাজ, পাঠানরা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *