বোনের বিয়েতে জমিয়ে নাচ পন্থের, হাজির ধোনি-সহ একাধিক তারকা

বোনের বিয়েতে জমিয়ে নাচ পন্থের, হাজির ধোনি-সহ একাধিক তারকা

স্বাস্থ্য/HEALTH
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দুদিন আগেই চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে ভারত। সেই দলে ছিলেন ঋষভ পন্থ। চ্যাম্পিয়ন হওয়ার আনন্দ উপভোগ করার বেশি সময় অবশ্য পেলেন না তিনি। কারণ দুবাই থেকে সোজা তাঁকে ফিরতে হল মুসৌরিতে। বোনের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে। বোনের বিয়েতে অবশ্য ভালোই আনন্দ উপভোগ করছেন টিম ইন্ডিয়ার উইকেটরক্ষক ব্যাটার। সেখানে জমিয়ে নাচতে দেখা গিয়েছে তাঁকে। পন্থের বোনের বিয়ের অতিথি তালিকায় আছেন মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলি থেকে শুরু করে রোহিত শর্মার মতো মেগা তারকারা।

পন্থের বাড়ি উত্তরাখণ্ডে। তাঁর বোনের বিয়ের আসরও বসেছে উত্তরাখণ্ডের মুসৌরিতে। মঙ্গল ও বুধবার দুদিন ধরে বিয়ের অনুষ্ঠান হবে। ঋষভের বোন সাক্ষী পন্থ। ব্যবসায়ী অঙ্কিত চৌধুরীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হচ্ছেন তিনি। প্রায় ৯ বছর সম্পর্কে থাকার পর গত বছরই সাক্ষী ও অঙ্কিত তাঁদের বাগদান পর্ব অনুষ্ঠিত হয় লন্ডনে। সেই ব্যাপারটা গোপনেই হয়েছিল। তাতেও যোগ দিয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি। বিয়েটাও গোপনেই করার ইচ্ছা ছিল পন্থ পরিবারের। সেটা আর গোপন থাকেনি। একাধিক ভিডিও প্রকাশ্যে এসে গিয়েছে।

MS Dhoni reaches Mussoorie to attend Rishabh Pant’s sister's wedding
ছবি: সোশাল মিডিয়া।

মহেন্দ্র সিং ধোনিকেও মঙ্গলবার দেখা গিয়েছে দেহরাদুনের জলি গ্রান্ট বিমানবন্দরে। ধোনিকে দেখা যায় কালো রংয়ের একটি টি শার্ট পরতে। সঙ্গে ক্রিম রংয়ের ট্রাউজার। এমনিতে ধোনিকে বিশেষ জনসমক্ষে দেখা যায় না। তবে প্রাক্তন সতীর্থদের জন্য তিনি সবসময় অবারিত দ্বার। ঋষভের অনুরোধ রেখে আইপিএলের অনুশীলনের মধ্যেই তিনি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে হাজির হয়েছেন। বিয়ের অনুষ্ঠানে অবশ্য তিনি ডিজাইনার শেরওয়ানি পরেছিলেন। সুরেশ রায়না-সহ আরও বেশ কয়েকজন তারকা উপস্থিত হয়েছেন। রোহিত শর্মা এবং বিরাট কোহলিরও ওই বিয়েতে যাওয়ার কথা।

তবে পন্থদের এই আনন্দ মুহূর্ত বেশিদিন উপভোগ করার সুযোগ নেই। কারণ আইপিএল শুরু হতে আর হাতে গোনা কয়েকটা দিন। পন্থকেও তাঁর দল লখনউ সুপার জায়ান্টসে যোগ দিতে হবে। এ বছর আইপিএলের সবচেয়ে দামি ক্রিকেটার পন্থ ওই ফ্র্যাঞ্চাইজির নেতৃত্ব দেবেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ






Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *