সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বৈভবের ‘শত্রু’ হাজির! সম্প্রতি ইংল্যান্ডের অনূর্ধ্ব-১৯ দলের বিরুদ্ধে ৫২ বলে সেঞ্চুরি হাঁকিয়ে পরবর্তী লক্ষ্য স্থির করে ফেলেছিল বৈভব সূর্যবংশী। পুরো ৫০ ওভার ব্যাট করে ২০০ রান করার লক্ষ্য স্থির করে ফেলেছিল ভারতের এই ‘বিস্ময় প্রতিভা’। কিন্তু বৈভবের আগেই যুব ওয়ানডেতে ডবল সেঞ্চুরি হাঁকিয়েছেন দক্ষিণ আফ্রিকার জোরিখ ভ্যান শালকউইক।
শুক্রবার যুব ওয়ানডেতে ডবল সেঞ্চুরি করা প্রথম ক্রিকেটার হিসেবে রেকর্ড বইয়ে নাম লিখিয়ে নেন ১৮ বছরের এই ক্রিকেটার। জিম্বাবোয়ের বিপক্ষে ম্যাচে এই কৃতিত্ব অর্জন করেন তিনি। ওপেন করতে নেমে মাত্র ১৫৩ বলে ২১৫ রান করেন শালকউইক। তাঁর ইনিংসটি সাজানো ছিল ১৯টি চার এবং ছ’টি বিরাট ছক্কা দিয়ে। প্রোটিয়া তারকার এমন মারকাটারি ইনিংসের ফলে ৫০ ওভারে ৩৮৫ রানের পাহাড় গড়ে তোলে। এটাও একটা রেকর্ড। যুব ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে দক্ষিণ আফ্রিকার সর্বোচ্চ স্কোর এটাই।
মাত্র তিন দিনের মধ্যে দু’বার বড় ইনিংস উপহার দিলেন শালকউইক। এর আগে, বেনোনিতে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে তিনি অপরাজিত ১৬৪ রান করেছিলেন। সেদিনও ডবল সেঞ্চুরি পেতে পারতেন তিনি। কিন্তু খারাপ আলোর কারণে সেই স্বপ্নপূরণ হয়নি সেদিন। ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে ১৪ রানে জেতে দক্ষিণ আফ্রিকা।
ভ্যান শালকউইকের আগে যুব ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকার সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর ছিল জ্যাক রুডলফের। ২০০০ সালের জানুয়ারিতে নেপালের বিপক্ষে অপরাজিত ১৫৬ রান করেছিলেন। অন্যদিকে, যুব ওয়ানডেতে শালকউইকের আগে ডবল সেঞ্চুরির কাছাকাছি পৌঁছেছিলেন শ্রীলঙ্কার হাসিথা বোয়াগোদার (১৯১)। যুব ওয়ানডেতে সেটাই এতদিন ছিল শীর্ষ স্কোর। ২০১৮ সালের সেই রেকর্ড এদিন ভেঙে দিলেন প্রোটিয়া তারকা। নেটিজেনদের প্রশ্ন, ডবল সেঞ্চুরি হাঁকিয়ে শালকউইক কি চ্যালেঞ্জ জানালেন বৈভবকে? তাঁদের আশা, বৈভবও হয়তো শীঘ্রই ওয়ানডেতে ২০০ হাঁকিয়ে প্রোটিয়া তারকাকে জবাব দেবে।