বৈভবের ইনিংস দেখে শুভমানের মন্তব্য, ‘ভাগ্যের জোরে হয়েছে’, হিংসায় জ্বলছেন?

বৈভবের ইনিংস দেখে শুভমানের মন্তব্য, ‘ভাগ্যের জোরে হয়েছে’, হিংসায় জ্বলছেন?

জ্যোতিষ খবর/ASTRO
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বৈভব সূর্যবংশীর সেঞ্চুরি দেখে কার্যত থ ক্রিকেটপ্রেমীরা। শচীন থেকে যুবরাজ, ১৪ বছরের কিশোরের ইনিংসের প্রশংসায় পঞ্চমুখ সকলেই। এমনকী বৈভবের সেঞ্চুরির পর জয়পুর স্টেডিয়ামের প্রত্যেকে হাততালি দেয়। শুভেচ্ছা জানিয়ে যায় বিপক্ষ ক্রিকেটাররাও। কিন্তু সেই তালিকায় নেই গুজরাট অধিনায়ক শুভমান গিল। বৈভবকে নিয়ে কী বললেন তিনি?

৩৫ বলে সেঞ্চুরি করে বৈভব। একের পর এক রেকর্ডও গড়েছে। একমাত্র শুভমানই বাড়তি উচ্ছ্বাস প্রকাশ করলেন না। বৈভবকে নিয়ে তাঁর বক্তব্য, “দিনটা ওর ছিল। খুব ভালো শট মারতে পারে ঠিকই। কিন্তু ভাগ্যের সহায়তাকে ব্যবহার করেছে ও।”

গিলের এই মন্তব্যে রীতিমতো অসন্তুষ্ট প্রাক্তন ক্রিকেটার অজয় জাদেজা। যেখানে একজন তরুণ প্রতিভা এরকম বিস্ফোরক ইনিংস খেলতে পারে, সেখানে তার আরও বেশি প্রশংসা প্রাপ্য ছিল বলে মনে করেন জাদেজা। তাঁর সাফ বক্তব্য, “একটা ১৪ বছরের ছেলে আত্মবিশ্বাস দেখো। এই ইনিংসের পিছনে সেটারও গুরুত্ব রয়েছে। কিন্তু তারপর কি না একজন এসে বলল, ও তো ভাগ্যের সাহায্য পেয়েছে।” স্পষ্টতই জাদেজার মন্তব্যে সামান্য খোঁচা ছিল। নেটদুনিয়ার অনেকেও গিলকে ‘হিংসুটে’ বলছেন।

জাদেজা আরও বলছেন, “আমরা যারা ক্রিকেট খেলেছি, ঘরে বসে বা বন্ধুদের সঙ্গে ক্রিকেট খেলেছি, তারা এরকম ইনিংস খেলার স্বপ্ন নিশ্চয়ই দেখেছি। ১৪-১৫ বছর বয়সে তো এটাই স্বপ্ন থাকে। কিন্তু এই ছেলেটা স্বপ্নকে বাস্তবে পরিণত করল। ওর এই ইনিংসটা হাজারবার বিশ্লেষণ করা দরকার।” বৈভবের উত্থানের জন্য তিনি কৃতিত্ব দিচ্ছেন রাহুল দ্রাবিড় ও বিক্রম রাঠোরকে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *