‘বেলা’র প্রিমিয়ারে ঋতুপর্ণার চোখে জল! কেন আবেগে ভাসলেন অভিনেত্রী?

‘বেলা’র প্রিমিয়ারে ঋতুপর্ণার চোখে জল! কেন আবেগে ভাসলেন অভিনেত্রী?

জ্যোতিষ খবর/ASTRO
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিনি জাত অভিনেত্রী। ফ্লোরে যখন তিনি শুধুমাত্রই চরিত্র হয়ে ওঠেন তখন ব্যক্তিগত জীবনের কোনও কিছুই তাঁকে ছুঁতে পারে না। তিনি অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। শুক্রবার, ২৯ আগস্ট মুক্তি পেয়েছে তাঁর নতুন ছবি ‘বেলা’। অনিলাভ চট্টোপাধ্যায়ের পরিচালনায় এই ছবিতে তিনি ফিরিয়ে আনবেন এই চরিত্রের হাত ধরে ‘মহিলামহল’র পুরনো আমেজ ও নস্ট্যালজিয়া। তবে এই ছবির শুটিংয়ের সময় কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছিলেন ঋতুপর্ণা। সেই সময়ে তাঁর মা অসুস্থ। হাসপাতালের বেডে শুয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তিনি। মন ভার ‘বেলা’ থুরি ঋতুর। কিন্তু তাতে এতটুকু খামতি হয়নি চরিত্র ফুটিয়ে তুলতে।

শুক্রবার ছবির প্রিমিয়ারে ছবির শুটিংয়ের স্মৃতিচারণা শুরু হতেই রীতিমতো আবেগী হয়ে পড়লেন ঋতুপর্ণা। পরিচালক অনিলাভ চট্টোপাধ্যায়ের স্ত্রী শুটিংয়ের স্মৃতি উসকে বলেন, “একটা করে শট হচ্ছিল আর অনিলাভ বলছে, ‘ঋতু আই অ্যাম সরি। ঠিক তার পরের দিন আন্টি চলে যান। আমি আর অনিলাভ সেই রাতেই ঋতুর বাড়ি যাই। ঋতুকে বলি, ‘তুমি বুঝতে পারছিলে না অনিলাভ কেন বারবার তোমাকে আই অ্যাম সরি বলছিল?’ ঋতু বলে, ‘আমি জানি আমি কী জটিলতায় কাজ করেছি। কিন্তু যখন অভিনয় করি তখন আর কিছুই মাথায় থাকে না। আমাকে ওই পরিস্থিতিতেও সত্যিই চরিত্রটা হয়ে উঠতে হয়। তখন আমি কিছু বুঝতে পারিনি। আজ বুঝতে পারছি।” ঠিক যখন এই স্মৃতিচারণা হচ্ছে তখনই মায়ের জন্য মন খারাপ করে চোখের জলে ভাসেন ঋতুপর্ণা। তাঁর মা তাঁকে ‘বেলা’ চরিত্রে দেখতে চেয়েছিলেন। তাঁর সেই সাধ পূরণ হল না। একইসঙ্গে এদিন পরিচালক-সহ ছবির গোটা টিমের প্রশংসা করে ঋতুপর্ণা বলেন, “গোটা ছবির টিম অনেক পরিশ্রম করে ছবিটা বানিয়েছে। সবাইকে অনুরোধ ছবিটা দেখবেন।”

শুক্রবার, ২৯ আগস্টই মুক্তি পেয়েছে ছবি ‘বেলা’। অল ইন্ডিয়া রেডিও, মহিলামহল, বেলা দে, এক সময়ের বাঙালির মনেপ্রাণে জড়িয়ে গিয়েছিল এই তিনটি নাম। বিশেষ করে বাঙালি মেয়ে, সাধারণ বাঙালি মেয়ের আটপৌরে যাপন এবং পুরুষ শাসিত, সংস্কার আচ্ছন্ন সমাজে তার নিঃসঙ্গ লড়াই, তার এই জাগৃতি ও নিজেকে খুঁজে পাওয়ার যাত্রা, তার অহং এবং আত্মসম্মানকে পাপোশ থেকে তুলে নিজের পায়ে দাঁড় করানোর সাহস ও শক্তি, এই সব কিছুর সঙ্গে একদিন ওতপ্রোত হয়ে গিয়েছিল বেলা দে-র নাম। এই সময়টা অনেক বাঙালির কাছেই এখন ধূসর পান্ডুলিপি। তখন সবে রবীন্দ্রনাথ মারা গেলেন। সবে ভারত স্বাধীন হল। রবীন্দ্রনাথের অবসান এবং স্বাধীন ভারতের প্রথম মধ্যরাত এবং জওহরলাল নেহরুর সেই ধ্রুপদী ভাষণ, সব আছে অনিলাভ চট্টোপাধ্যায় পরিচালিত ‘বেলা’ ছবিতে। আর সেই ‘বেলা’ চরিত্রেই দর্শক দেখতে পাবেন ঋতুপর্ণা সেনগুপ্তকে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *