বেলঘরিয়ায় শুটআউট! তৃণমূলকর্মীকে লক্ষ্য করে পরপর গুলি দুষ্কৃতীদের, আহত ২

বেলঘরিয়ায় শুটআউট! তৃণমূলকর্মীকে লক্ষ্য করে পরপর গুলি দুষ্কৃতীদের, আহত ২

স্বাস্থ্য/HEALTH
Spread the love


অর্ণব দাস, বারাসত: রাজ্যে ফের শুটআউট। ভরসন্ধ্যায় তৃণমূলকর্মীকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি দুষ্কৃতীদের। এই হামলায় আহত হয়েছেন তৃণমূলকর্মী বিকাশ সিং ও সন্তু দাস নামে দুই জন। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে বেলঘরিয়ার কামারহাটি পুরসভার ২৯ নম্বর ওয়ার্ডের ৪ নম্বর রেলগেট সংলগ্ন একটি চায়ের দোকানে। গুরুতর আহত অবস্থায় বিকাশকে প্রথমে সাগর দত্ত হাসপাতাল। পরে সেখান থেকে আরজি কর হাসপাতালে রেফার করা হয়। ভরসন্ধ্যায় ব্যস্ত রাস্তায় এমন ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অন্যান্য দিনের মত এদিন সন্ধ্যার পর থেকেই ভিড় ছিল ৪নম্বর রেলগেট সংলগ্ন চায়ের দোকানে। সেখানেই ছিলেন বিকাশ, সন্তু, তাঁর স্ত্রী। অভিযোগ, বাইকে করে তিনজন দুষ্কৃতী এসে বিকাশকে লক্ষ্য করে গুলি চালায়। আচমকা দুষ্কৃতী হামলার ঘটনায় উপস্থিত সকলের দৌড়াদৌড়ি শুরু করলে সন্তুও গুলিবিদ্ধ হন। আগরপাড়ার বাসিন্দা সন্তু দাস তাঁর স্ত্রীর সঙ্গে ডাক্তার দেখাতে সেখানে এসে চায়ের দোকানে চা খাচ্চিলেন। তাঁর কোমরে গুলি ছুঁয়ে বেরিয়ে গিয়েছে বলেই খবর। এই হামলা চালানোর পর শূন্যে গুলি ছুড়ে বাইকে করে চম্পট দেয় দুষ্কৃতীরা।

সন্তুর স্ত্রী রিয়া কর্মকার বলেন, “তিনজন এসে একজনকে লক্ষ্য করে গুলি চালাচ্ছিল। তাদের কাউকে আমরা চিনি না।” আহত বিকাশ সিংয়ের স্ত্রী সঙ্গীতা দেবী বলেন, “কাজ থেকে ফেরার পর চা খেতে গিয়েই ঘটনাটি ঘটে। কেন এমনটা হল বলতে পারবো না। তবে গত বছর সেপ্টেম্বর মাসে ওনাকে মারধর করে মাথা ফাটিয়ে দিয়েছিল।” তৃণমূল কর্মী-সহ সাধারণ মানুষের আক্রান্ত হওয়ার প্রসঙ্গে কামারহাটি পুরসভার চেয়ারম্যান গোপাল সাহা বলেন, “বিকাশ টেক্সমেকো কারখানায় চাকরি করেন। সেখানে তৃণমূলের ইউনিয়নের সঙ্গে যুক্ত। কে বা কারা এই হামলা চালাল তা এখনও স্পষ্ট নয়। পুলিশকে বলবো, অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে।” পাশাপাশি স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, কামারহাটি পুরসভার ২৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নির্মলা সিংয়ের ঘনিষ্ঠ এই বিকাশ সিং। এলাকায় যথেষ্ট পরিচিতি রয়েছে তাঁর। কে বা কারা তাঁকে হত্যার চেষ্টা করল তাঁর তদন্ত শুরু করেছে পুলিশ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *