সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফির ভেন্যু বিতর্কে এবার নিন্দুকদের একহাত নিলেন সুনীল গাভাসকর। ভালো করে বলতে গেলে, ইংল্যান্ডের প্রাক্তন দুই অধিনায়ক মাইকেল আথার্টন এবং নাসের হুসেনকে তুলোধোনা করলেন কিংবদন্তি ভারতীয় ওপেনার। গাভাসকরের সাফ কথা, যারা ভারতের বাড়তি সুবিধা পাওয়া নিয়ে লাফালাফি করছেন, তাঁরা হয়তো ভুলে গিয়েছেন যে তাঁদের বেতনটাও ভারতের উপর নির্ভরশীল।
চ্যাম্পিয়ন্স ট্রফির সব ম্যাচ ভারত খেলবে দুবাইয়ে। এ পর্যন্ত এই টুর্নামেন্টে দুটি ম্যাচে সেখানে টিম ইন্ডিয়াকে খেলতে হয়েছে। দুটি ম্যাচই তারা অনায়াসে জিতে গিয়েছে। নাসের হুসেন, মাইকেল আথার্টনদের মতো ইংল্যান্ডের প্রাক্তনীরা বলছেন, মেগা টুর্নামেন্টে অন্যায় সুবিধা পাচ্ছে ভারত। হয়তো পাকিস্তান আয়োজক দেশ, কিন্তু ঘরের মাঠের মতো সুবিধা পাচ্ছে ভারত।
নাসের হুসেনের কথায়, “ওরা একটা মাঠেই খেলছে। যার অর্থ ওদের একটা মাঠের পরিস্থিতির উপরই মনোনিবেশ করতে হচ্ছে। ওদের এক মাঠ থেকে আলাদা মাঠে জার্নিটাও করতে হচ্ছে না।” মাইকেল আথার্টনও একই কথা বলছেন। তাঁর বক্তব্য, “আলাদা আলাদা ম্যাচে আলাদা আলাদা প্রথম একাদশ নিয়ে ভাবতে হচ্ছে না। ভারত তো এটাও জানে ওরা কোথায় সেমিফাইনাল খেলবে। কোথায় ফাইনাল খেলবে। এতা সত্যিই অন্যায় সুবিধা।” মজার কথা হচ্ছে ইংল্যান্ডের প্রাক্তনীরা ভারতকে নিয়ে প্রশ্ন তুলেছেন। অথচ তাঁদের নিজের দেশে ভারতের বিরুদ্ধে খেলার আগেই টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছে, সেদিকে ভ্রূক্ষেপ নেই।
সেটা নিয়েই হুসেন, আথার্টনদের খোঁচা দিলেন ‘লিটল মাস্টার’। গাভাসকর বলছেন, “সবসময় শুধু ভারতকে নিয়ে কথা। ভারতের বাইরে ভাবতে পারেন না। আপনাদের দেশ তো ছিটকে গিয়েছে। আপনাদের ক্রিকেটারদের মানসিক অবস্থা দেখেছেন? আপনারা সব জ্ঞানী মানুষ ভেবে দেখতে পারেন তো আপনাদের দেশ কেন সেমিফাইনালে উঠতে পারল না।” কিংবদন্তি ওপেনারের কথায়, “সবসময় ওরা ভারতকে নিয়ে অভিযোগ করে চলেছে। ভারত এটা করল, ওটা করল। কখনও ভেবে দেখেছেন আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের গুরুত্ব কতটা? ভারত থেকে কত টাকা আসে ক্রিকেটে? গোটা বিশ্বের ক্রিকেটের জন্য ভারতের এই টাকাটা গুরুত্বপূর্ণ। আপনার বেতনটাও বোধ হয় ভারতের দৌলতেই পাওয়া।”