বেঙ্গালুরু কাণ্ডের তদন্তভার নিল সিআইডি, ‘হাতে রক্ত লেগে আছে’, মুখ্যমন্ত্রীকে তোপ বিজেপির

বেঙ্গালুরু কাণ্ডের তদন্তভার নিল সিআইডি, ‘হাতে রক্ত লেগে আছে’, মুখ্যমন্ত্রীকে তোপ বিজেপির

স্বাস্থ্য/HEALTH
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কর্নাটকে পদপিষ্ট হয়ে ক্রিকেটপ্রেমীদের মৃত্যুর ঘটনার তদন্তভার নিল সিআইডি। সর্বভারতীয় একটি সংবাদমাধ্যম সূত্রে খবর, প্রাথমিক তথ্য সংগ্রহ করতে শনিবার সকালে তদন্তকারীরা কর্নাটক ক্রিকেট অ্যাসোসিয়েশন পৌঁছে যান। সেখানে কয়েকজন কর্তাকে জিজ্ঞাসাবাদ করা হয় বলেও খবর।

শুক্রবার আরসিবির মার্কেটিং হেড নিখিল সোসাল-সহ আরও চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আরসিবির বিজয় সেলিব্রেশনে পদপিষ্ট হয়ে ১১ জনের মৃত্যুর ঘটনায় আরসিবি, সম্প্রচারকারী সংস্থা এবং কর্নাটক স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশনকে অভিযুক্ত হিসাবে চিহ্নিত করা হয়েছে। কিন্তু ঘটনার পর থেকেই পলাতক কেএসসিএ সচিব এবং কোষাধ্যক্ষ। তাঁদের বাড়িতে গেলেও দুই কর্তার সন্ধান পায়নি পুলিশ। আপাতত দুই কর্তার সন্ধানে তল্লাশি চলছে।

এদিকে গোটা ঘটনায় কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়াকে তীব্র আক্রমণ করেছে বিজেপি। কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা শোভা করন্ডলাজে বলেন, “সিদ্দারামাইয়া এবং উপমুখ্যমন্ত্রী ডিকে শিবকুমারের হাতে রক্ত লগে আছে।” পাশাপাশি, তিনি তাঁদের পদত্যাগেরও দাবি জানিয়েছেন।

প্রসঙ্গত, বুধবার বেঙ্গালুরুতে আরসিবির সেলিব্রেশনের সময় স্টেডিয়ামের বাইরে পদপিষ্ট হয়ে এ পর্যন্ত ১১ জনের মৃত্যু হয়েছে। প্রাথমিক ভাবে আহতের সংখ্যা ৪৭ বলে জানা গেলেও সিদ্দারামাইয়ার দাবি সংখ্যাটা ৩৭। মর্মান্তিক এই ঘটনায় স্তব্ধ গোটা ক্রিকেট বিশ্ব।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *