বেঁধে দিতে হবে বিলে রাজ্যপালের স্বাক্ষরের সময়! বিধানসভায় আসছে সংবিধান সংশোধনী প্রস্তাব

বেঁধে দিতে হবে বিলে রাজ্যপালের স্বাক্ষরের সময়! বিধানসভায় আসছে সংবিধান সংশোধনী প্রস্তাব

জীবনযাপন/LIFE STYLE
Spread the love


ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: আরও এক সংবিধান সংশোধনী প্রস্তাব আসতে চলেছে বিধানসভা অধিবেশনে। দিন কয়েক আগে সুপ্রিম কোর্ট বলেছিল, আইনসভায় পাশ করা কোনও বিল রাজ্যপাল বা রাষ্ট্রপতি কেউই অনির্দিষ্টকালের জন্য আটকে রাখতে পারেন না। তারপরেও অভিযোগ, বিধানসভায় পাশ হওয়া একাধিক বিল আটকে রেখেছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। এই প্রথা ভাঙতেই এবার সংবিধান সংশোধনী প্রস্তাব আনতে চলেছে রাজ্যের শাসকদল।

৯ জুন থেকে শুরু হচ্ছে অধিবেশন। চলবে সপ্তাহ দুয়েক। এই অধিবেশনেই আসবে সংবিধান সংশোধনী প্রস্তাব। এ প্রসঙ্গে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় জানান, “সুপ্রিম কোর্টের জাজমেন্টের পরিপ্রেক্ষিতে যে বিলগুলি রাজ্যপালের কাছে পড়ে রয়েছে সেই বিলগুলিতে অনুমোদন দেওয়ার বিষয় বিকুইজেশন আসতে পারে যে সংবিধান সংশোধনী প্রস্তাব আনা হতে পারে। সেটি কেন্দ্রীয় সরকারের কাছে পাঠানো হবে। যদি একটা সময়সীমা বেঁধে দিতে হয় (বিলে স্বাক্ষর করে আইনে পরিণত করার) তাহলে সংবিধান সংশোধন করতে হবে।”

প্রসঙ্গত, সুপ্রিম কোর্টের দুই সদস্যের ডিভিশন বেঞ্চ রায় দেয়, আইনসভায় পাশ করা কোনও বিল রাজ্যপাল বা রাষ্ট্রপতি কেউই অনির্দিষ্টকালের জন্য আটকে রাখতে পারেন না। ওই বিল নিয়ে নির্দিষ্ট সময়সীমার মধ্যে সিদ্ধান্ত নিতে হবে তাঁদের। সমস্যা হল, এমনিতে সুপ্রিম কোর্ট রাজ্যপাল বা রাষ্ট্রপতিকে এভাবে ‘নির্দেশ’ দিতে পারে না। কিন্তু সংবিধানের ১৪২ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, শীর্ষ আদালত ‘সুবিচার প্রতিষ্ঠার লক্ষ্যে’ আইনের ঊর্ধ্বে গিয়ে বিশেষ রায় দিতেই পারে। সুপ্রিম নির্দেশ কার্যকর করতে হলে সংবিধান সংশোধন করতেই হবে। সেই প্রস্তাবই এবার আনা হতে পারে অধিবেশনে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *