সোমনাথ রায়, নয়াদিল্লি: এসএসসির ২৬ হাজার শিক্ষক-অশিক্ষকের ভবিষ্যৎ কী? তাঁদের চাকরি থাকবে নাকি ত্রিপুরার মতো চাকরিহারা হবে বাংলার বিপুল সংখ্যক শিক্ষক? যোগ্য-অযোগ্য চাকরিপ্রার্থীদের আলাদা করা সম্ভব হবে? এই সমস্ত প্রশ্নের জবাব মিলবে আগামিকাল। বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় সুপ্রিম কোর্টে ২৬ হাজার চাকরি বাতিল মামলার রায়দান। ১০ ফেব্রুয়ারি সম্পূর্ণ শুনানির পর রায়দান স্থগিত রেখেছিল শীর্ষ আদালত।
[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিকভাবে কাম্য।]