সুরজিৎ দেব, ডায়মন্ড হারবার: মর্মান্তিক! বৃষ্টিতে বাড়ির দেওয়াল চাপা পড়ে মৃত্যু দম্পতির। বুধবার রাতে দুর্ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার কুলপি থানার বিষ্ণুরামপুরে। মনে করা হচ্ছে, বৃষ্টির জলে মাটির আলগা হয়েই বিপত্তি।
গতকাল রাতে খাওয়া-দাওয়া সেরে শিবপ্রসাদ মণ্ডল ও তাঁর স্ত্রী ঘরে ঘুমোচ্ছিলেন। বৃহস্পতিবার সকালে প্রতিবেশীরা দেখেন ঘরের দেওয়াল ভেঙে পড়ে রয়েছে। মাটির দেওয়াল সরিয়ে তাঁরা দেখেন চাপা পড়ে রয়েছেন ওই দম্পতি। সঙ্গে সঙ্গে মাটি সরিয়ে দু’জনকে উদ্ধার করে ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। চিকিৎসকরা ওই দম্পতিকে মৃত ঘোষণা করেন। মৃতদেহ দু’টি ময়নাতদন্তে পাঠানো হয়েছে।
প্রতিবেশীরা জানিয়েছেন, বৃষ্টির জলে মাটি আলগা হয়ে গিয়েই দেওয়াল ধসে যায়। ভেঙে পড়ে ঘুমন্ত ওই দম্পতির উপর। তাঁদের অনুমান, গভীর রাতে ঘটনাটি ঘটেছে। কিন্তু কেউই টের পাননি তাঁরা। এদিন সকালেই ঘটনার কথা জানাজানি হয়। পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে।