‘বুমরাহ তৈরি, কিন্তু…’, এজবাস্টনে খেলবেন তারকা পেসার? উত্তর দিলেন ভারতের সহকারী কোচ

‘বুমরাহ তৈরি, কিন্তু…’, এজবাস্টনে খেলবেন তারকা পেসার? উত্তর দিলেন ভারতের সহকারী কোচ

খেলাধুলা/SPORTS
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দ্বিতীয় টেস্টে কি জশপ্রীত বুমরাহ খেলবেন? উত্তর পাওয়ার জন্য মুখিয়ে দেশের ক্রিকেটপ্রেমীরা। প্রথম টেস্টে হেরে ভারত পিছিয়ে রয়েছে। এর মধ্যে বুমরাহকে ছাড়া যদি নামতে হয়, তাহলে অবস্থা কী দাঁড়াবে? সাংবাদিক সম্মেলনে এসে ভারতের সহকারী কোচ রায়ান টেন দুশখাতে অবশ্য জানিয়ে গেলেন, বুমরাহর ওয়ার্কলোড বা চোট সংক্রান্ত কোনও সমস্যা নেই। কিন্তু এজবাস্টনে খেলবেনই কি না, নিশ্চিত করে বললেন না।

তিনি বলেন, “আমরা প্রথম থেকেই জানি, ও তিনটে টেস্টে খেলবে। ও আটদিন বিশ্রাম পেয়েছে। কিন্তু পিচ, পরিস্থিতি, ওয়ার্কলোড ইত্যাদি বিষয় আমাদের মাথায় রাখতে হচ্ছে। আমরা এই বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নিইনি।” ২ জুলাই থেকে শুরু হচ্ছে দ্বিতীয় টেস্ট। তাঁর আগে দুশখাতে জানিয়ে রাখলেন, বাকি পেসারদের ওয়ার্কলোডও তাঁরা মাথায় রাখছেন।

তিনি আরও জানান, “পিচ বুঝে আমরা শেষ মুহূর্তে সিদ্ধান্ত নেব। তাছাড়া লর্ডস, ম্যাঞ্চেস্টার ও ওভাল টেস্টের কথাও ভাবতে হচ্ছে। গতকাল ও ট্রেনিং করেছে, আজও করেছে। ফিটনেস নেই এমন নয়। কিন্তু ওর থেকে সেরা বের করে আনাই আমাদের মূল লক্ষ্য। ওকে খেলানোর জন্য আমরা মরিয়া। কিন্তু আমরা মনে করি বুমরাহকে ছাড়াও আমরা সিরিজে সমতা ফেরাতে পারব। হেডিংলিতে দ্বিতীয় টেস্টে ও উইকেট পায়নি। কিন্তু আমরা জেতার কাছাকাছি গিয়েছিলাম। তবে এটাও ঠিক যে, একজন বোলারের উপর ভরসা করে আমরা সিরিজ জিততে পারব না।”

বুমরাহ না খেললে প্রথম একাদশে কারা খেলতে পারেন? প্রবল জল্পনা কুলদীপ যাদব সুযোগ পাবেন। সেটা কার্যত নিশ্চিত করে দিলেন সহকারী কোচ। তিনি বলেন, “আমি নিশ্চিত যে, দুই স্পিনারে খেলব। কিন্তু কারা খেলবেন সেটা এখনই বলা যাবে না।” সেই সঙ্গে তিনি জানিয়ে রাখলেন নীতীশকুমার রেড্ডিও দলে ঢুকতে পারেন। অন্যদিকে দ্বিতীয় টেস্টের দল ঘোষণা করে দিল ইংল্যান্ড। দলে কোনও বদল নেই। অর্থাৎ জফ্রা আর্চার সুযোগ পেলেন না।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *