সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঘুম ভাঙতেই বুকে অসম্ভব ব্যথা শুরু হওয়ায় দ্রুত হাসপাতালে ভর্তি করা হল খ্যাতনামা সঙ্গীতকার এআর রহমানকে। ৫৮ বছরের শিল্পী চেন্নাইয়ের অ্যাপলো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা যাচ্ছে।
রবিবার সকাল সাড়ে সাতটা নাগাদ রহমানকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা তাঁকে পরীক্ষা করছেন। ইতিমধ্যে ইসিজি ও ইকোকার্ডিওগ্রাম করা হয়েছে। শোনা যাচ্ছে, শিল্পীকে হয়তো অ্যাঞ্জিওগ্রাম করা হতে পারে। আপাতত পর্যবেক্ষণে রাখা হচ্ছে রহমানকে।
[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিকভাবে কাম্য।]