বিহারে ভোটার তালিকা সংশোধনের বিরুদ্ধে মহুয়াদের আবেদনে সাড়া, কবে শুনানি সুপ্রিম কোর্টে?

বিহারে ভোটার তালিকা সংশোধনের বিরুদ্ধে মহুয়াদের আবেদনে সাড়া, কবে শুনানি সুপ্রিম কোর্টে?

বৈশিষ্ট্যযুক্ত/FEATURED
Spread the love


সোমনাথ রায়, নয়াদিল্লি: বিহারের ভোটার তালিকার ‘স্পেশাল ইন্টেনসিভ রিভিশনে’র বিরুদ্ধে দায়ের হওয়া মামলা শুনবে সুপ্রিম কোর্ট। সোমবার এই ইস্যুতে নোটিস জারি করার আর্জি নিয়ে শীর্ষ আদালতে সওয়াল করেন প্রবীণ আইনজীবী কপিল সিব্বল। বিচারপতি সুধাংশু ধুলিয়া জানান, আগামী বৃহস্পতিবার এই মামলা শুনবে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের এই সিদ্ধান্তে খুশি হয়ে তৃণমূল সাংস মহুয়া মৈত্র এক্স হ্যান্ডেলে লেখেন, ‘সত্যমেব জয়তে।’

বিহারে ভোটার তালিকা সংশোধন কাজ করছে নির্বাচন কমিশন। যাকে বলা হচ্ছে ‘স্পেশাল ইনটেনসিভ রিভিশন’। অবৈধ অনুপ্রবেশকারী- সহ অযোগ্য ভোটারদের তালিকা থেকে বাদ দেওয়ার লক্ষ্যেই এই পদক্ষেপ করা হচ্ছে বলে জানিয়েছে কমিশন। তারা বলেছে, যাতে শুধুমাত্র যোগ্য ভারতীয় নাগরিকরাই ভোটানের অধিকার পান সেটা নিশ্চিত করতেই এই সংশোধনী। বিহারের পরে এক এক করে অন্যান্য রাজ্যগুলিতে ভোটার তালিকা সংশোধনের কাজ হবে। তালিকাভুক্ত ভোটার বা নতুন আবেদনকারীদের বাড়ি বাড়ি পরিদর্শনের সময় বুথ স্তরের অফিসাররা একটি ফর্ম দেবেন। সেই ফর্ম পূরণ করে জমা দিতে হবে। এর পাশাপাশি ভারতীয় নাগরিকত্বের সেলফ অ্যাটেস্টেট ঘোষণাপত্রও জমা দিতে হবে।

সমস্যা হল কমিশন যে নথিগুলিকে নাগরিকত্বের প্রমাণপত্র হিসাবে চাইছে সেই নথিগুলি জোগাড় করতে হিমশিম খেতে হচ্ছে আমজনতাকে। নাগরিকত্বের প্রমাণপত্র হিসাবে মোট ১১টি নথির তালিকা দিয়েছে কমিশন। কিন্তু অনেক ভোটারের কাছে এই ১১ নথির কোনওটিই নেই। সেইসব ভোটারদের আবার অধিকাংশই প্রান্তিক, দরিদ্র। তাঁদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়ার আশঙ্কা সবচেয়ে বেশি। সেকারণেই SIR-এর বিরোধিতা করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে একাধিক দল। সেই তালিকায় রয়েছে আরজেডি, কংগ্রেস। মহুয়াও মামলা দায়ের করেছেন। এছাড়াও আরও দু’টি অরাজনৈতিক সংগঠন শীর্ষ আদালতের কাছে আবেদন জানিয়েছেন যেন SIR আপাতত স্থগিত করা হয়।

এই মামলার দ্রুত শুনানি চেয়ে আবেদন জানানো হয়েছিল। তবে সোমবার বিচারপতি ধুলিয়া জানান, সব পক্ষকে পিটিশন জমা দেওয়ার সময় দেওয়া উচিত। তাই আগামী বৃহস্পতিবার, ১০ জুলাই এই মামলার শুনানি হবে। শীর্ষ আদালতের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে এক্স হ্যান্ডেলে মহুয়া লেখেন, ‘বিহারে SIR-এর বিরোধিতায় পিটিশন মঞ্জুর করেছে সুপ্রিম কোর্ট। সত্যমেব জয়তে।’

 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *