বিহারে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের সঙ্গে সংঘর্ষে দুমড়ে গেল গাড়ি, ঘটনাস্থলে মৃত্যু ৫ ব্যবসায়ীর

বিহারে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের সঙ্গে সংঘর্ষে দুমড়ে গেল গাড়ি, ঘটনাস্থলে মৃত্যু ৫ ব্যবসায়ীর

জীবনযাপন/LIFE STYLE
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিহারে ট্রাক-চার চাকা গাড়ির মুখোমুখি সংঘর্ষ। এই ভয়ংকর দুর্ঘটনায় মৃত্যু হয়েছে পাঁচ জন ব্যবসায়ীর। বুধবার মাঝরাতে দুর্ঘটনাটি ঘটেছে পাটনা-গয়া-ধোবি চার লেনের ৮৪ নং জাতীয় সড়কে। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে গাড়িতে থাকা পাঁচ ব্যক্তির। ঠিক কীভাবে দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে পুলিশ।

পার্সা বাজার পুলিশ জানিয়েছে, বুধবার রাত ১২ বেজে ৪৫ মিনিট নাগাদ ওই দুর্ঘটনাটি ঘটে জাতীয় সড়কের সুইয়া মোরে। দুটি ট্রাক-গাড়ির সংঘর্ষের তীব্রতা এত বেশি ছিল যে গাড়িটির সামনের অংশ ট্রাকের নিচে ঢুকে গিয়েছে। স্থানীয়রা বিকট শব্দ পেয়ে ছুটে আসেন। তারাই পুলিশকে খবর দেন। পুলিশ এসে গ্যাস কাটার, ক্রেন ব্যবহার করে দু’ঘণ্টার চেষ্টায় দেহ উদ্ধার করে। নিহত পাঁচজনই পাটনা এবং আশেপাশের জেলার বাসিন্দা। মৃত ব্যক্তিরা কীটনাশক ও কৃষিপণ্যের ব্যবসায় নিযুক্ত ছিলেন।

নিহতদের নাম রাজেশ কুমার (৫০), যিনি পাটনার কুর্জি চশমা গলির বাসিন্দা, সঞ্জয় কুমার সিনহা (৫৫), যিনি পাটনার প্যাটেল নগরের বাসিন্দা, কমল কিশোর (৩৮), যিনি পাটনার বাসিন্দা, প্রকাশ চৌরাসিয়া (৩৫), যিনি সমস্তিপুরের বাসিন্দা, যদিও কর্মসূত্রে বর্তমানে পাটনায় বসবাস করছেন এবং সুনীল কুমার (৩৮), যিনি মুজাফফরপুরের বাসিন্দা, বর্তমানে পাটনায় বসবাস করছেন৷

পুলিশের বক্তব্য, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, গাড়িটি অতিরিক্ত গতিতে ছিল। এর ফলেই সেটি উলটো দিক থেকে আসা ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়ায়। ট্রাকটি হয় ধীরে চলছিল অথবা ইন্ডিকেটর আলো না জ্বালিয়েই রাস্তার পাশে দাঁড় করানো ছিল। দেহগুলি উদ্ধার করে ময়নাদন্তে পাঠানো হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *