বিহারে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে মৃত্যু চার শিশু-সহ ৫ জনের! নিখোঁজ আরও ১৫

বিহারে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে মৃত্যু চার শিশু-সহ ৫ জনের! নিখোঁজ আরও ১৫

বৈশিষ্ট্যযুক্ত/FEATURED
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভয়াবহ দুর্ঘটনা বিহারের মুজফফরপুরে। একের পর এক বাড়িতে অগ্নিকাণ্ডের জেরে চার শিশু-সহ মৃত্যু হল ৫ জনের। ঘটনায় আরও ১৫ জন নিখোঁজ বলে জানা গিয়েছে। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে মুজফফরপুরের সাকরা ব্লক এলাকার রামপুরমণি গ্রামে।

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, বুধবার গোলক পাসওয়ান নামে এক ব্যক্তির বাড়িতে শর্ট সার্কিট থেকে প্রথম অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঘিঞ্জি এলাকা হওয়ায় সেই আগুন থেকে আশেপাশের বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। এইভাবে প্রায় ৫০টি বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এলাকার লোকজন তড়িঘড়ি জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করলেও তা বিধ্বংসী আকার নেয়। আগুনের দাপটে ঘরের ভেতর থেকে বাইরে বের হতে পারেনি শিশুরা। মৃত চার শিশুর বয়স ৫ থেকে ১০ বছরের মধ্যে। পুড়ে মৃত্যু হয়েছে এক শিশুর বাবার। পাশাপাশি দুর্ঘটনার পর আরও ১৫ জন নিখোঁজ বলে জানা যাচ্ছে। ভয়াবহ এই দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকল। যদিও ততক্ষণে যা ঘটার ঘটে গিয়েছে। এই দুর্ঘটনায় প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন স্থানীয়রা। তাঁদের অভিযোগ, পুলিশ ও দমকল যদি দ্রুত এসে পৌঁছত তাহলে হয়ত এতগুলি মর্মান্তিক মৃত্যু ঘটত না।

এই দুর্ঘটনা প্রসঙ্গে জেলাশাসক সুব্রত কুমার সেন বলেন, ‘যা ঘটেছে তা অত্যন্ত দুঃখজনক। যে চার শিশুর মৃত্যু হয়েছে তারা একই পরিবারের সদস্য। সমস্ত আইনি প্রক্রিয়া শেষ করার পর দেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। মৃতদের পরিবারকে ৪ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য করার সিদ্ধান্ত নিয়েছে বিপর্যয় মোকাবিলা দপ্তর। পাশাপাশি যাদের বাড়ি পুড়ে গিয়েছে তাঁদের জন্য অস্থায়ী থাকা ও খাবারের ব্যবস্থা করা হচ্ছে প্রশাসনের তরফে।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *