‘বিসিসিআইয়ের কাছে মোটেই ক্ষমা চাইনি’, ট্রফি ‘চুরি’ বিতর্কে সাফাই নকভির, বার্তা দিলেন সূর্যকেও

‘বিসিসিআইয়ের কাছে মোটেই ক্ষমা চাইনি’, ট্রফি ‘চুরি’ বিতর্কে সাফাই নকভির, বার্তা দিলেন সূর্যকেও

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতের কাছে কোনও মতেই ক্ষমা চাইবেন না! সাফ জানিয়েদিলেন পাক বোর্ডের প্রধান মহসিন নকভি। বুধবার আচমকাই খবর ছড়ায়, তিনি নাকি বিসিসিআইয়ের কাছে দুঃখ প্রকাশ করে মেনে নিয়েছেন যে, ফাইনালের পরে পরিস্থিতি এতটা খারাপ হওয়া উচিত ছিল না। কিন্তু সেসব জল্পনা উড়িয়ে দিয়ে নকভি জানালেন, তিনি কোনও ভুল করেননি। তাই ক্ষমা চাওয়ার প্রশ্ন নেই। এশিয়া কাপ ট্রফি নিতে হলে তাঁর থেকেই নিতে হবে বলে সাফ জানিয়ে দিয়েছেন নকভি।

এশিয়া কাপ শেষ হওয়ার পরেও বিতর্ক যেন কিছুতেই থামছে না। শর্ত চাপিয়ে ভারতকে ট্রফি ফেরত দেওয়ার কথা জানিয়েছিলেন নকভি। বলেছিলেন, দুবাইয়ে গিয়ে ট্রফি নিয়ে যেতে হবে সূর্যকুমার যাদবকে। তারপরেই শোনা যায়, এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভায় নরম সুরে কথা বলেছিলেন নকভি। তিনি নাকি বিসিসিআইয়ের কাছে দুঃখ প্রকাশ করেছেন। কারণ এসিসি বৈঠকে কোনও দলেরই সমর্থন পাননি নকভি। যেভাবে তিনি ট্রফি নিয়ে পালিয়েছেন, তা কোনও দেশই সমর্থন করেনি। শ্রীলঙ্কা, মালয়েশিয়া কিংবা ইন্দোনেশিয়া ভারতকেই সমর্থন করেছে।

কিন্তু এই বিষয়টি পুরোপুরি অস্বীকার করেছেন নকভি। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, ‘এসিসি প্রেসিডেন্ট হিসাবে আমি সেদিনও ট্রফি দিতে তৈরি ছিলাম, আজও আছি। ওরা যদি ট্রফি চায় তাহলে এসিসি দপ্তর থেকে নিয়ে যেতে পারে। তবে একটা কথা স্পষ্ট জানিয়ে দিচ্ছি, আমি কোনও ভুল করিনি। বিসিসিআইয়ের কাছে ক্ষমাও চাইনি। এবং এই কাজগুলো আগামী দিনেও করব না।’

প্রসঙ্গত, এশিয়ান ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান হিসাবে ট্রফি দেওয়ার অধিকার একমাত্র তাঁরই রয়েছে, এমনই ভেবে নিয়েছিলেন নকভি। কিন্তু এরকম তো কোনও নিয়ম নেই। ২০২২ সালে শ্রীলঙ্কাকে ট্রফি দিয়েছিলেন শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের সভাপতি শাম্মি সিলভা। তখন এসিসি চেয়ারম্যান ছিলেন জয় শাহ। তাই অন্য কারোর হাত দিয়েও ভারতকে ট্রফি দেওয়ানো যেত পরিস্থিতি বুঝে, এমনটাই মত বিসিসিআইয়ের। গোটা বিষয়টি নিয়ে ভারতীয় বোর্ড আইসিসির দ্বারস্থও হতে পারে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *