বিসিসিআইয়ের কাছে ‘ক্ষমা’ চাইলেন নকভি! ভারতের কোন চালে মাত পিসিবি প্রধান?

বিসিসিআইয়ের কাছে ‘ক্ষমা’ চাইলেন নকভি! ভারতের কোন চালে মাত পিসিবি প্রধান?

সিনেমা/বিনোদন/থিয়েটার
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এশিয়া কাপ শেষ হওয়ার পরেও বিতর্ক যেন কিছুতেই থামছে না। শর্ত চাপিয়ে ভারতকে ট্রফি ফেরত দেওয়ার কথা জানিয়েছিলেন মহসিন নকভি। বলেছিলেন, দুবাইয়ে গিয়ে ট্রফি নিয়ে যেতে হবে সূর্যকুমার যাদবকে। আর এখন শোনা যাচ্ছে, পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান নাকি বিসিসিআইয়ের কাছে ‘ক্ষমা’ চেয়েছেন। ভারতের কোন চালে মাত পিসিবি প্রধান? 

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের মতে, এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভায় নরম সুরে কথা বলেছিলেন নকভি। সূত্রের খবর, তিনি নাকি বিসিসিআইয়ের কাছে দুঃখ প্রকাশ করে মেনে নিয়েছেন যে, ফাইনালের পরে পরিস্থিতি এতটা খারাপ হওয়া উচিত ছিল না। এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়ে ভারতীয় দল নকভির কাছ থেকে ট্রফি ও মেডেল নিতে অস্বীকার করেছিল। পরিবর্তে ট্রফি নিয়ে ‘চম্পট’ দেন তিনি।

আসলে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সজোরে ‘থাপ্পড়’ সহ্য করতে না পেরে ‘প্রতিশোধস্পৃহা’ জেগে উঠেছিল তাঁর। সেই কারণেই নতুন ফাঁদ পেতে ভারতকে ট্রফি দিতে তৈরি ছিলেন। তবে তার জন্য একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করতে চেয়েছিলেন তিনি। সেই অনুষ্ঠানে তিনি নিজে উপস্থিত থেকে সূর্যকুমারদের হাতে ট্রফি ও মেডেল তুলে দিতে চেয়েছিলেন।

এই আবহে বিসিসিআইয়ের এক সূত্র সংবাদমাধ্যমকে জানিয়েছে, “এশিয়ান ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান হিসাবে ট্রফি দেওয়ার অধিকার একমাত্র তাঁরই রয়েছে, এমনই ভেবে নিয়েছিলেন নকভি। কিন্তু এরকম তো কোনও নিয়ম নেই। ২০২২ সালে শ্রীলঙ্কাকে ট্রফি দিয়েছিলেন শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের সভাপতি শাম্মি সিলভা। তখন এসিসি চেয়ারম্যান ছিলেন জয় শাহ। তিনি কিন্তু ট্রফি দেননি।”

জানা গিয়েছে, এসিসি বৈঠকে কোনও দলেরই সমর্থন পাননি নকভি। যেভাবে তিনি ট্রফি নিয়ে পালিয়েছেন, তা কোনও দেশই সমর্থন করেনি। শ্রীলঙ্কা, মালয়েশিয়া কিংবা ইন্দোনেশিয়া ভারতকেই সমর্থন করেছে। সূত্রের খবর, ভারতের দুই প্রতিনিধি রাজীব শুক্লা এবং আশিস শেলার ট্রফি ইস্যুকে সামনে রেখে প্রতিবাদও করেন। তাঁদের দাবি, ট্রফি এবং মেডেল দ্রুত ফেরত দিতে হবে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *