বিসর্জনেই আগমনীর সুর! আগামী বছর পুজোর শিল্পীর নাম ঘোষণা করল টালা প্রত্যয়

বিসর্জনেই আগমনীর সুর! আগামী বছর পুজোর শিল্পীর নাম ঘোষণা করল টালা প্রত্যয়

বৈশিষ্ট্যযুক্ত/FEATURED
Spread the love


সুলয়া সিংহ: পুজো শেষের দুঃখ ভুলিয়ে দেয় আগামী বছর কবে পুজো একথা ভেবে ক্যালেন্ডার হাতড়ানো। এখনও বিজয় দশমীর আবহাওয়া কাটেনি, পুজো কার্নিভাল বাকি, তার মধ্যেই টিভি চ্যানেল এবং ডিজিটাল সংবাদমাধ্যমগুলি দেখাতে শুরু করেছে আগামী বছর মহালয়া ১০ই, সপ্তমী ১৮ অক্টোবর ইত্যাদি। অর্থাৎ কিনা বিসর্জনের বাজনার মধ্যেই আগমনীর সুর! কলকাতার অন্যতম বিখ্যাত পুজো ‘টালা প্রত্যয়’-এও শেষ ও শুরুর সেই আশ্চর্য মেলবন্ধন দেখা গেল। দমকল কর্মীরা যখন হোর্স পাইপের জল ব্যবহার করে মাতৃপ্রতিমা নিরঞ্জনে ব্যস্ত, ঠিক সেই সময়েই কলকাতা উত্তরের বিখ্যাত পুজো কমিটি ঘোষণা করল—২০২৬ সালেও টালা প্রত্যয়ের সৃজনে থাকবেন শিল্পী ভবতোষ সুতার। অবশ্যি শুধু টালা প্রত্যয়ই নয়, তাদের মতোই শহরের একাধিক হেভিওয়েট পুজোগুলি আগামী বছরেও এবারের শিল্পীদের উপরেই ভরসা রাখছে।

চলতি বছরে শতবর্ষে পদার্পণ করে কলকাতার অন্যতম জনপ্রিয় পুজো ‘টালা প্রত্যয়’। প্রতিবারের মতো এবারও তারা অভিনব থিম নিয়ে হাজির হয় দর্শনার্থীদের সামনে। সেই ভাবনা ছিল ‘বীজ অঙ্গন’। এই থিম ভাবনা তথা পুজোশিল্পের নামকরণ করেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফসলে কীটনাশক মেশানো হচ্ছে, ক্ষতির মুখে কৃষকরা, এই বার্তা দেওয়া হয়। যা সৃজনের অক্ষরে অক্ষরে পুজো মণ্ডপে ফুটিয়ে তোলেন ভবতোষ। উল্লেখ্য, শতবর্ষেই টালা প্রত্যয়ের পুজোর সঙ্গে প্রথমবার সংযুক্ত হন কলকাতার থিম পুজোর অন্যতম মাস্টার এই শিল্পী। আর এবার প্রতিমা নিরঞ্জনের মাঝে নৃত্যরতা তরুণীর দল প্ল্যাকার্ড হাতে ঘোষণা করল—১০১ বছরেও ভবতোষ সুতারের উপরেই ভরসা রাখছে টালা প্রত্যয়।

এদিকে ২০২৬ সালেও শিল্পী অনির্বাণ দাসের উপরেই ভরসা রাখছেন কাশী বোস লেনের পুজো উদ্যোক্তারা। ইতিমধ্যে ‘২৬শে অনির্বাণ’ নামে একটি কার্ডও সামনে আনা হয়েছে। এর পাশাপাশি বাগুইআটি দক্ষিণপাড়া দুর্গোৎসব কমিটির তরফে জানানো হয়েছে, আগামী বছর শিল্পী দেবাশিস বারুইকেই দায়িত্ব দেওয়া হচ্ছে। এই বছরের মতোই রাজডাঙা নবউদয়ের পুজোও তাঁর কাঁধেই। হাতিবাগানের নলীন সরকার স্ট্রিট সর্বজনীনে আগামী বছর দেখা যাবে সনাতন দিন্দাকেই। দক্ষিণ কলকাতার কেন্দুয়া শান্তি সংঘে হ্যাটট্রিক করতে চলেছেন সুশান্ত শিবানী পাল। অন্যদিকে শিল্পী প্রদীপ দাস দক্ষিণ কলকাতার একটি জনপ্রিয় পুজো এবং উত্তরের দু’টি পুজোর কাজ করবেন আগামী বছর, এমনটাই খবর বাজারে। সব মিলিয়ে স্লথ গতিতে হলেও ছাব্বিশের পুজো প্রস্তুতির চাকা পঁচিশের বিসর্জনের দিনেই গড়াতে শুরু করেছে। এই জন্যই তো বলে—শেষ বলে কিছু নেই…।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ







Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *