বিষাক্ত গ্যাসের বিপদ! নৈহাটির বরফ কারখানা থেকে অ্যামোনিয়া লিকে অসুস্থ বহু, আতঙ্ক এলাকায়

বিষাক্ত গ্যাসের বিপদ! নৈহাটির বরফ কারখানা থেকে অ্যামোনিয়া লিকে অসুস্থ বহু, আতঙ্ক এলাকায়

বৈশিষ্ট্যযুক্ত/FEATURED
Spread the love


অর্ণব দাস, বারাকপুর: কারখানা থেকে বিষাক্ত অ্যামোনিয়া গ্যাস লিকের ঘটনায় আতঙ্ক ছড়াল নৈহাটির রাজেন্দ্রনগর এলাকায়। ঘটনায় এলাকার একাধিক বাসিন্দা অসুস্থ হয়ে পড়েছেন। ঘটনাস্থলে দমকল ও পুলিশ কর্মীরা কাজ শুরু করেছেন। গতকাল রাত থেকে ওই গ্যাস লিক করতে শুরু করে বলে খবর।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাজেন্দ্রনগর এলাকায় একটি বরফ তৈরির কারখানা আছে। সেখান থেকেই ওই গ্যাস লিক হওয়ার ঘটনা ঘটে। কারখানার ভিতরে অ্যামোনিয়া গ্যাসের একটি ট্যাঙ্ক আছে। গতকাল গভীর রাতে সেই ট্যাঙ্ক লিক করেই গ্যাস বেরতে থাকে। ক্রমে সেই গ্যাস গোটা এলাকায় ছড়িয়ে পড়তে থাকে। রাতে ঘুমোচ্ছিলেন বাসিন্দারা। ঝাঁঝালো গন্ধে বাসিন্দাদের ঘুম ভেঙে যায়।

শ্বাসকষ্টের সমস্যা দেখা যায় অনেক বাসিন্দাদের মধ্যে। এলাকায় আতঙ্ক ছড়ায়। ঝাঁঝালো গন্ধে একদময় শ্বাস নেওয়াও দায় হয়ে যায়। অনেকেই ভিজে কাপড় নাকেমুখে দেন। খবর দেওয়া হয় পুলিশ ও দমকলে। যুদ্ধকালীন পরিস্থিতিতে কাজ শুরু করে দমকম বাহিনী। ওই ট্যাঙ্ক থেকে গ্যাস লিক বন্ধের চেষ্টা শুরু হয়। সোমবার সকাল হয়ে গেলেও সেও গ্যাস লিক হওয়া বন্ধ হয়নি বলে খবর। স্থানীয় বাসিন্দাদের নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। অসুস্থ হয়ে যাওয়ায় কিছু বাসিন্দাকে নৈহাটি স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে খবর।

পুলিশ ওই এলাকা ঘিরে রেখেছে বলে খবর। ওই ট্যাঙ্ক দ্রুর সারানোর চেষ্টা চলছে। ওই কারখানার নিরাপত্তার সব দিক যথাযথ আছে কিনা, তাও খতিয়ে দেখা হবে। এমনই জানিয়েছে পুলিশ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *