সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্রেফ একটা ম্যাচ থেকেই রোজগার ১৮৫ কোটি টাকা! তাও শুধু টেলিভিশনে বিজ্ঞাপন এবং টিকিটের মূল্য থেকে। সব ঠিক থাকলে আইপিএল ফাইনালই হতে চলেছে টি-২০ ক্রিকেট ইতিহাসের সবচেয়ে দামি ম্যাচ।
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের দাবি অনুযায়ী, এবারের আইপিএল ফাইনালই টি-২০ ক্রিকেটের ইতিহাসের সবচেয়ে দামি ম্যাচ হতে চলেছে। মোট ১৬০-১৮৫ কোটি টাকা পর্যন্ত রোজগার হতে পারে। এর মধ্যে ২৫-৩০ কোটি টাকা রোজগার হবে স্রেফ টিকিট বিক্রি করে। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে দর্শক সংখ্যা প্রায় ১ লক্ষ ৩২ হাজার। নিরাপত্তার খাতিরে স্টেডিয়ামের কিছুটা খালি রাখা হয়। তবে অন্তত ১ লক্ষ ১৪ হাজার দর্শক এদিন খেলা দেখছেন। টিকিটের মূল্য ন্যূনতম ১৫০০ টাকা। সর্বোচ্চ ৩০ হাজার টাকা পর্যন্ত। সব মিলিয়ে টিকিট বিক্রি হবে ২৫-৩০ কোটি টাকার।
এ তো গেল টিকিট বিক্রি। এবার আসা যাক বিজ্ঞাপনে। চড়া দরে বিক্রি হচ্ছে প্রতিটি বিজ্ঞাপনী স্লট। বিশেষজ্ঞদের ধারণা, এই ম্যাচে কমবেশি ১০০-১২৫ কোটি টাকার শুধু বিজ্ঞাপন উঠতে চলেছে। সব মিলিয়ে এই ম্যাচ থেকে রেভেন্যু উঠবে ১৬০-১৮৫ কোটি টাকা। এর আগে আর কোনও লিগে আর কোনও টি-২০ ম্যাচে এত টাকা একটি ম্যাচে ওঠেনি। এ তো গেল একটি নির্দিষ্ট ম্যাচের কথা। সর্বভারতীয় সংবাদমাধ্যমের দাবি অনুযায়ী, গোটা আইপিএলে বিজ্ঞাপন বাবদ বোর্ডের রোজগার হতে পারে সাড়ে চার হাজার কোটি টাকা। সেটাও একটা রেকর্ড।
আইপিএল মানেই টাকার খেলা! হাজার হাজার দর্শক, কোটি টাকার টুর্নামেন্ট। সেই টুর্নামেন্টের ফাইনালে যে ভারতীয় বোর্ডের কোটি কোটি টাকা রোজগার হবে সেটা প্রত্যাশিত। কিন্তু এবারের ফাইনালে রোজগারের অঙ্কটা আইপিএলের হিসাবেও চমকে দেওয়ার মতো।