‘বিশ্বের দ্রুততম অর্থনীতি ভারত’, ট্রাম্পের ‘ডেড ইকোনমি’ কটাক্ষের জবাব মোদির!

‘বিশ্বের দ্রুততম অর্থনীতি ভারত’, ট্রাম্পের ‘ডেড ইকোনমি’ কটাক্ষের জবাব মোদির!

ইন্ডিয়া খবর/INDIA
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুল্কযুদ্ধের মাঝে ভারতের অর্থনীতিকে ‘ডেড ইকোনমি’ বলে কটাক্ষ করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আমেরিকার নাম না করেই এবার সেই কটাক্ষের জবাব দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বুঝিয়ে দিলেন, বিশ্ব অর্থনীতির শিখরে পৌঁছনোর লক্ষ্যে ভারত। পাশাপাশি গত এক দশকেরও বেশি সময়ে দেশের অর্থনৈতিক সাফল্যের খতিয়ান তুলে ধরেন প্রধানমন্ত্রী।

রবিবার বেঙ্গালুরুতে মেট্রো প্রকল্প ও তিনটি বন্দে ভারতের উদ্বোধনে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানেই বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, “আজ ভারত বিশ্বের দ্রুত বর্ধনশীল অর্থনীতি। রিফর্ম, পারফর্ম ও ট্রান্সফর্ম এই তিন অস্ত্রকে হাতিয়ার করে গত ১১ বছরে দেশের অর্থনীতির ব্যাপক সংস্কার হয়েছে। ১১ বছর আগে আমরা ছিলাম বিশ্বের ১০ নম্বর অর্থনীতির দেশ। সেখান থেকে এখন আমরা উঠে এসেছি পঞ্চম স্থানে। আমাদের সেই গতি থামেনি। শীঘ্রই আমরা বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশে পরিণত হব। এই অগ্রগতি সফল হয়েছে স্পষ্ট লক্ষ্য ও সৎ প্রচেষ্টার মাধ্যমে।”

পরিসংখ্যান তুলে ধরে প্রধানমন্ত্রী আরও বলেন, “২০১৪ সালে দেশের মাত্র ৫টি শহরে মেট্রো পরিষেবা ছিল। এখন ২৪টি শহরে পৌঁছে গিয়েছে মেট্রো। এক হাজার কিলোমিটারের বেশি মেট্রো যোগাযোগ ব্যবস্থা গড়ে উঠেছে। ২০১৪ সালের আগে যেখানে ২০ হাজার কিমি রেলপথের বিদ্যুৎ পরিষেবা চালু ছিল, গত ১১ বছরে তা হয়েছে ৪০ হাজার কিলোমিটার। ২০১৪ সাল পর্যন্ত ভারতে মাত্র ৭৪টি বিমানবন্দর ছিল। এখন সেটা ১৬০টিরও বেশি। এই ১১ বছরে দেশে জলপথের সংখ্যা ৩ থেকে পৌঁছে গিয়েছে ৩০টিতে।”

উল্লেখ্য, দেশের অর্থনৈতিক উন্নতির এই বিরাট খতিয়ান এমন সময়ে প্রধানমন্ত্রী তুলে ধরলেন যখন ভারতের অর্থনীতিকে ‘ডেড ইকোনমি’ বা মৃত অর্থনীতি বলে কটাক্ষ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাশিয়ার থেকে তেল কেনা ইস্যুতে ট্রাম্প বলেন, “ভারত রাশিয়ার সাথে কী করে তাতে আমার কিছু যায় আসে না। তারা তাদের মৃত অর্থনীতি একসঙ্গে ধ্বংস করতে পারে।” এরপর রীতিমতো শুল্কযুদ্ধে নেমে ভারতের উপর ৫০ শতাংশ শুল্ক চাপায় আমেরিকা। এই পদক্ষেপের নিন্দা করে ভারত জানায়, ‘জাতীয় স্বার্থ রক্ষার জন্য প্রয়োজনীয় সকল পদক্ষেপ নেওয়া হবে।’ এই ডামাডোলের মাঝেই ট্রাম্পের ডেড ইকোনমির পালটা দেশের আর্থিক লক্ষ্য স্পষ্ট করে দিলেন প্রধানমন্ত্রী মোদি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *