বিশ্বমান, খাঁটি দাম, পুজোয় শ্রীলেদার্সের নতুন গানে চমক সোমলতা-রূপঙ্করের

বিশ্বমান, খাঁটি দাম, পুজোয় শ্রীলেদার্সের নতুন গানে চমক সোমলতা-রূপঙ্করের

বৈশিষ্ট্যযুক্ত/FEATURED
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুজো মানে দেদার কেনাকাটি। নতুন পোশাক। আর পোশাকের সঙ্গে মানানসই জুতো। আর সাধ্যের মধ্যে পছন্দসই জুতো কিনতে চাইলে আমজনতার প্রথমেই মাথায় আসে শ্রীলেদার্সের নাম। এবার সেই বিখ্যাত জুতো বিপণন সংস্থার নতুন চমক। শুধু জুতোই নয়, তাদের গানে মন মজেছে উৎসবমুখর বাঙালির।

পুজো মানে জমকালো লাইন, ড্রপ বক্স লোফালুফি আইন, এবারের ক্যাটালগে আঁকা শ্রীলেদার্স। বিশ্বমান শ্রীলেদার্স, খাঁটি দাম শ্রীলেদার্স। গানটি লিখেছেন অনিন্দ্য চট্টোপাধ্যায়। সোমলতা এবং রূপঙ্করের গলার সুরে গানটি মন ছুঁয়েছে আমজনতার। কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে শ্রীলেদার্সের প্রতিটি স্টোরে শোনা যাচ্ছে এই একটি গান। আর তা শুনতে শুনতে পুজোর কেনাকাটি সারছেন সকলে। 

শ্রীলেদার্স, স্বনামধন্য পাদুকা প্রতিষ্ঠান। চামড়ার জুতোয় শ্রীলেদার্সের বিরাট খ্যাতি। কিন্তু মনে রাখতে হবে, তাদের ব্যবসায়িক নীতি হলো ‘গুণমানসম্পন্ন চামড়ার পাদুকা সকলের জন্য সহজলভ্য করা’। সেইসঙ্গে স্টাইলের ব্যাপারও আছে। নইলে তরুণ প্রজন্মের ক্রেতাদের মুগ্ধ করবে কীভাবে? তাই টেকসই ও কায়দার যথোপযুক্ত মেলবন্ধনে দারুণ সব জুতোয় র‌্যাক সাজিয়ে তুলেছে শ্রীলেদার্স। বাড়ির খুদে সদস্য থেকে বয়জ্যেষ্ঠ – সকলের জন্য পছন্দসই জুতোর অফুরান সম্ভার সাজিয়ে রেখেছে শ্রীলেদার্স। যতই কায়দা আর যতই আরামদায়ক জুতো কিনুন, দাম কিন্তু সাধ্যের মধ্যে। আর সেটাই শ্রীলেদার্সের ইউএসপি। সাধ আর সাধ্য দুটোই আপনার আয়ত্তে। তাই আর দেরি কীসের, আজই বেরিয়ে পড়ুন। এবার পুজোয় আপনার পছন্দসই, আরামদায়ক জুতো বেছে নিন। সপরিবার শারদোৎসব দারুণ কাটুক, শুভেচ্ছা জানাচ্ছে শ্রীলেদার্স। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ






Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *