বিশ্বজুড়ে বড়সড় হোয়াটসঅ্যাপ বিভ্রাট! যাচ্ছে না মেসেজ, কী বলল মেটা?

বিশ্বজুড়ে বড়সড় হোয়াটসঅ্যাপ বিভ্রাট! যাচ্ছে না মেসেজ, কী বলল মেটা?

রাজ্য/STATE
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বজুড়ে হোয়াটসঅ্যাপ বিভ্রাট। শনিবার সন্ধের পর আচমকা মেসেজে পাঠাতে সমস্যায় পড়া শুরু করেন গ্রাহকরা। বেশ কিছুক্ষণ সেই সমস্যা চলেছে। পরে মেটার তরফে জানানো হল, আমেরিকা, ভারত-সহ বিশ্বের বিভিন্ন প্রান্তে এই সমস্যা হয়েছে। দ্রুত এই মেসেজিং প্লাটফর্মকে স্বাভাবিক করার চেষ্টা চলেছে।

শনিবার সন্ধের পর অনেক ইউজারই মেসেজ পাঠাতে এই সমস্যার সম্মুখীন হয়েছেন। বিশেষ করে গ্রুপে মেসেজ পাঠাতে গিয়ে দেখা গিয়েছে সেই মেসেজ যাচ্ছে না। ব্যক্তিগত চ্যাটেও সেই সমস্যার সম্মুখীন হয়েছেন অনেকে। যা নিয়ে ইতিমধ্যেই মেটার কাছে কয়েক হাজার অভিযোগ জমা পড়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত হাজারের বেশি রিপোর্ট জমা পড়েছে স্রেফ আমেরিকা থেকেই। ভারতেও বহু ইউজার সমস্যার কথা জানিয়েছেন। 

সবমিলিয়ে আরও একবার মেসেজিং অ্যাপটি অজেকো হয়ে পড়ায় ক্ষোভের মুখে পড়েছে মার্ক জুকারবার্গের মেটা। হোয়াটসঅ্যাপ ডাউন হতেই ভিড় বেড়েছে এক্স হ্যান্ডেলে। অনেকেই পোস্ট করে জানাচ্ছেন সমস্যার কথা। এই প্রথম নয়, এর আগেও একাধিকবার ফেসবুক কিংবা হোয়াটসঅ্যাপ ডাউন হওয়ায় সমস্যায় পড়তে হয়েছে নেটিজেনদের। সে সময় আবার জুকারবার্গকে নিয়ে মশকরা করতেও ছাড়েননি এক্স হ্যান্ডেলের মালিক এলন মাস্ক। এবার অবশ্য তেমনটা না হলেও জনপ্রিয় দুই অ্যাপ কাজ না করায় বিশ্বব্যাপী ইউজাররা বিরক্তি প্রকাশ করেছেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *