‘বিলিভ’ আর রোনাল্ডোর যুগলবন্দিতেই ৫ উইকেট! আগুনে ফর্মের রহস্য ফাঁস করলেন সিরাজ

‘বিলিভ’ আর রোনাল্ডোর যুগলবন্দিতেই ৫ উইকেট! আগুনে ফর্মের রহস্য ফাঁস করলেন সিরাজ

জ্যোতিষ খবর/ASTRO
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ম্যাচ শেষে মহম্মদ সিরাজ বলেন মাত্র কয়েকটি শব্দ। সঠিক লক্ষ্যে বল করে যাচ্ছিলেন। আর বিশ্বাস রেখেছিলেন নিজের উপর। সেই বিশ্বাসের মন্ত্রে ভর করেই ওভাল টেস্ট জিতে নিয়েছে টিম ইন্ডিয়া। ম্যাচের পর সাংবাদিক সম্মেলনে এসে সিরাজ দেখালেন, তাঁর ফোনের ওয়ালপেপারেও লেখা রয়েছে ‘বিলিভ।’

ওভাল টেস্টের দ্বিতীয় ইনিংসে শতরানকারী হ্যারি ব্রুকের ক্যাচ ছেড়েছিলেন সিরাজ। কিন্তু ক্যাচ ছাড়ার প্রায়শ্চিত্তযজ্ঞে শামিল হন নিজেই। ম্যাচ যখন প্রায় হাতছাড়া, তখন ব্রুকের উইকেট তুলে নেন সিরাজ। চতুর্থ দিনের শেষে সিরাজের আগ্রাসন সঞ্চারিত হয় গোটা ভারতীয় দলের মধ্যে। পরপর উইকেট তুলে নিয়ে ম্যাচে ফেরে টিম ইন্ডিয়া। ম্যাচের জয়ের ক্ষীণ আশা জিইয়ে রেখে রবিবার মাঠ ছাড়েন শুভমান গিলরা।

পঞ্চম দিন মাঠে নামার আগে ভারতীয় দলের সামনে লক্ষ্য ছিল খুব সহজ-চারটে উইকেট তুলতে হবে। তাই নিজেকে তাতাতে এক অভিনব উপায় বের করেন সিরাজ। নিজের উপর বিশ্বাস রেখে এগিয়ে যাবেন, তাই ‘বিলিভ’ লেখা একটি ছবি গুগল করেন। সার্চ করতেই মেলে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ছবি, যার সঙ্গে লেখা ‘বিলিভ’। উল্লেখ্য, সিরাজ নিজেও সিআর সেভেনের বিরাট ভক্ত। উইকেট নিয়ে একাধিকবার রোনাল্ডোর আদলে সিউ সেলিব্রেশনে মেতে ওঠেন।

দ্বিতীয় ইনিংসে পাঁচ উইকেট নেওয়ার পর সিরাজ বলেন, “আমরা প্রথম দিন থেকে লড়াই করেছি। বল করার সময় চেষ্টা করেছি ধারাবাহিক ভাবে একই জায়গায় বল রেখে যাওয়ার। বিপক্ষের উপরে চাপ সৃষ্টি করতে চেয়েছি। আজ সকালে ঘুম থেকে ওঠার পর থেকেই বিশ্বাস ছিল যে আমি কিছু একটা করে দেখাতে পারব। অবশেষে সফল হয়েছি।” পরে সাংবাদিক সম্মেলনে এসে মোবাইল বের করে দেখান, ওয়ালপেপারে জ্বলজ্বল করছেন রোনাল্ডো, সঙ্গে ‘বিলিভ’। নিজের উপরে বিশ্বাস রেখে এগিয়ে যাওয়া সিরাজের সাফল্যে উচ্ছ্বসিত গোটা দেশ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *