বিরাটের চওড়া ব্যাট নয়, ২২ হিন্দু পণ্ডিতের ‘কালো জাদু’ই জিতিয়েছে ভারতকে! আজব দাবি পাকিস্তানের

বিরাটের চওড়া ব্যাট নয়, ২২ হিন্দু পণ্ডিতের ‘কালো জাদু’ই জিতিয়েছে ভারতকে! আজব দাবি পাকিস্তানের

বৈশিষ্ট্যযুক্ত/FEATURED
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কুলদীপ-হার্দিক-শামির আগুনে বোলিং নয়! রোহিত-শুভমানের মারকাটারি ইনিংস শুরু নয়‍! এমনকী বিরাট কোহলির ম্যাজিকাল ব্যাটিংও নয়! চ্যাম্পিয়নস ট্রফির মহারণে টিম ইন্ডিয়া জিতেছে শুধুমাত্র মন্ত্র-তন্ত্রের বলে। মরণ-বাঁচন ম্যাচ হেরে এমনই তত্ত্ব উঠে এল পাকিস্তানের এক টিভি শোয়ের আলোচনা সভায়। দাবি করা হল, দুবাইয়ের স্টেডিয়ামে বসে তুকতাক করেছে ভারতীয় তান্ত্রিকরা। তাদের কথামতোই নাকি পাকিস্তানে খেলতে যায়নি ভারতীয় দল।

টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন পাক অধিনায়ক রিজওয়ান। টার্গেট ছিল অন্তত ২৭৫-৮০ রান তোলা। কিন্তু শুরুতেই হোঁচট। অত্যন্ত মন্থর গতিতে ব্যাট করতে থাকেন দুই পাক ওপেনার বাবর আজম এবং ইমাম-উল-হক। তারপর ভারতীয় বোলারদের গোলার সামনে একের পর এক অসহায় আত্মসমর্পণ পাক তারকাদের। কিন্তু কেন এমন ব্যর্থতা? ম্যাচ শেষের পর তা নিয়েই পাকিস্তানি টিভি চ্যানেলে চলছিল চুলচেরা বিশ্লেষণ। সেখানেই উঠে এল এক আজব তথ্য। দাবি করা হল, ভারত ২২ জন হিন্দু পণ্ডিতকে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে পাঠিয়েছে। যেখানে তারা তুকতাক, ‘কালো জাদু’ করেছে। সেই মন্ত্র-তন্ত্রই নাকি পাক ব্যাটারদের মনোযোগ নষ্ট করেছে। ম্যাচ হারিয়েছে।

আলোচনার প্যানেলে থাকা আরও একজনের দাবি, ওই হিন্দু তান্ত্রিকরা পাকিস্তানে আসার অনুমতি পেত না। তাই রোহিত-বিরাটরাও ইসলামাবাদে খেলতে যেতে রাজি হয়নি। তাদের আরও দাবি, ভারত-পাক মহারণের আগের দিন ৭ ভারতীয় পণ্ডিত মাঠে গিয়ে পিচ পরিদর্শন করে এসেছিল। সেখানেও কিছু কালো জাদু করেছিল বলে দাবি তাদের।

 

পাক সংবাদমাধ্যমের আলোচকদের এমন দাবিতে হেসে খুন নেটিজেনরা। তাদের দাবি, দুবাইয়ে ২২ নয়, ১৫ জন ‘পণ্ডিতে’র দল পাঠিয়েছে ভারত। তবে তারা মন্ত্র-তন্ত্র জানেন না, বরং ব্যাটে-বলে আগুন ঝরাতে জানেন। ঠিক যেমনটা গতকাল ঝরিয়েছিলেন রোহিত-বিরাটরা।





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *