বিরাটের আগ্রাসন নাকি রোহিতের শান্ত স্বভাব, কোনটা চান জবাব দিলেন গিল

বিরাটের আগ্রাসন নাকি রোহিতের শান্ত স্বভাব, কোনটা চান জবাব দিলেন গিল

স্বাস্থ্য/HEALTH
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিনি যে টেস্ট অধিনায়ক হতে চলেছেন, তা নিয়ে জল্পনা ছিলই। সেই জল্পনায় সিলমোহর পড়েছে। শনিবার ইংল্যান্ড সিরিজের জন্য ঘোষণা হয়েছে ভারতীয় দল। আর প্রত্যাশামতোই অধিনায়ক হয়েছেন শুভমান গিল। আর নেতৃত্ব পাওয়া প্রসঙ্গে প্রথমবার মুখ খুলেছেন শুভমান। বিরাটের আগ্রাসন নাকি রোহিতের শান্ত স্বভাব, কোন মন্ত্রে এগিয়ে যেতে চান গিল, সেই জবাবও তিনি দিয়েছেন।

বিসিসিআই’কে দেওয়া এক ভিডিওয় ২৫ বছরের গিল বলেছেন, “কেউ যখন ক্রিকেটার হিসেবে খেলা শুরু করে, প্রত্যেকের চোখেই ভারতীয় দলের হয়ে খেলার স্বপ্ন থাকে। সবারই লক্ষ্য থাকে ভারতীয় দলের হয়ে টেস্ট খেলার। এরপর যদি নেতৃত্ব দেওয়ার সুযোগ চলে আসে, তাহলে তার চেয়ে গর্বের মুহূর্ত আর হতে পারে না। এটা মহান এক সম্মান। খুবই বড় দায়িত্ব।”

গিল জানিয়েছেন, তিনি রোহিত শর্মা এবং বিরাট কোহলি – দু’জনের কাছ থেকেই শিখেছেন। তাঁর কথায়, “দু’জনের নেতৃত্ব দেওয়া ধরন দু’রকমের। দু’জনের কাছেই শিখেছি। যা অনুপ্রেরণার। নেতৃত্ব দেওয়ার ধরন আলাদা হলেও একজন অধিনায়ক সব সময় জিততেই চায়। কোহলি সব সময় আক্রমণাত্মক থাকত। রোহিত থাকত ঠান্ডা। দু’টো ধরন থেকেই শিক্ষা নিয়ে শুরু করতে চাই।”

যদিও প্রশ্ন উঠছে গিলকে নিয়ে। এর আগে ইংল্যান্ডে খেলেননি তিনি। অন্যদিকে ‘সেনা’ দেশগুলিতে তাঁর টেস্ট গড় মাত্র ২৫.৪৩। এমনকী শার্দূল ঠাকুরের গড়ও তাঁর তুলনায় বেশি। অস্ট্রেলিয়ায় দেখা গিয়েছে, বাইরের বল ভিতরে টেনে আউট হচ্ছেন গিল। ইংল্যান্ডে বল সুইং করবে। পিচে ঘাস থাকবে, বল বাউন্স করবে। তার উপর মেঘলা আকাশের স্যাঁতসেঁতে আবহাওয়ায় রিভার্স সুইংও হবে। সেখানে গিল অ্যান্ড কোং কী করে সেটা দেখার।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *