বিরাটদের সঙ্গে মাখামাখি নয়! চ্যাম্পিয়ন্স ট্রফি দ্বৈরথের আগে বাবরদের ‘ফতোয়া’ পাক-প্রাক্তনীর

বিরাটদের সঙ্গে মাখামাখি নয়! চ্যাম্পিয়ন্স ট্রফি দ্বৈরথের আগে বাবরদের ‘ফতোয়া’ পাক-প্রাক্তনীর

ইন্ডিয়া খবর/INDIA
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর মাত্র সপ্তাহ তিনেকের অপেক্ষা। তারপরই চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত-পাক মহারণ। সাম্প্রতিক সময়ে যখনই দুদল মুখোমুখি হয়েছে, তখন দুদেশের ক্রিকেটারের মধ্যে সুসম্পর্ক নজরে পড়েছে। রাজনৈতিক গোলযোগ যাই থাক না কেন, মাঠে সেটা নজরে পড়ে না। আর তাতেই ক্রুদ্ধ পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার মইন খান।

২৩ ফেব্রুয়ারি চ্যাম্পিয়ন্স ট্রফিতে মুখোমুখি রোহিত-বাবররা। তার আগে দুদেশের ক্রিকেট প্লেয়ারদের সম্পর্ক নিয়ে মইনের বিস্ফোরণ, “আজকাল ভারত-পাকিস্তান ম্যাচ দেখলে অবাক হয়ে যাই। যখন ভারতীয় ক্রিকেটাররা মাঠে ঢোকে, তখন দেখি আমাদের প্লেয়াররা গিয়ে তাঁদের ব্যাট দেখে, কোলাকুলি করে, হাসিমুখে কথা বলে। এসব আচরণ আমার মাথায় ঢোকে না। পেশাদার হিসেবে মাঠের বাইরেও একটা নির্দিষ্ট সীমারেখা টানা দরকার। কিন্তু ভারতের বিরুদ্ধে খেলার সময় ওদের এই কাজকর্মগুলো একেবারেই অবোধ্য।”

এর সঙ্গে তাঁর সংযোজন, “আমাদের সিনিয়ররা সব সময় বলত, ভারতের বিরুদ্ধে খেলার সময় কোনওভাবেই জায়গা ছাড়া যাবে না। মাঠে কথা বলারও দরকার নেই। বেশি বন্ধুত্ব দেখানো আসলে দুর্বলতা ছাড়া আর কিছুই নয়। এটা আমাদের প্লেয়াররা কিছুতেই সেটা বোঝে না। যখনই বেশি বন্ধুত্ব দেখাবে, সেটা মাঠে তোমার দুর্বলতাই প্রমাণ করবে। ফলে স্বাভাবিকভাবেই তোমার পারফরম্যান্স চাপে পড়ে যাবে।”

এর সঙ্গে একটাই আক্ষেপ মইন খানের জীবনে। একদিনের বিশ্বকাপে আজ পর্যন্ত ভারতকে হারাতে পারেনি পাকিস্তান। তবে শেষবার চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে বিরাটদের হারিয়েই চ্যাম্পিয়ন হয়েছিল পাকিস্তান। এবার সেই ছবিটা কি বদলাবে? উত্তর পাওয়া যাবে ২৩ ফেব্রুয়ারি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *