বিয়ের ২ মাসের মাথায় সুখবর, মা হচ্ছেন ‘অনুরাগের ছোঁয়া’র মিশকা

বিয়ের ২ মাসের মাথায় সুখবর, মা হচ্ছেন ‘অনুরাগের ছোঁয়া’র মিশকা

বৈশিষ্ট্যযুক্ত/FEATURED
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিয়ের ২ মাসের মাথায় সুখবর। দুই থেকে তিন হচ্ছেন অভিনেত্রী অহনা দত্ত। আগামী আগস্টেই মা হতে চলেছেন তিনি। ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে নিজেই সুখবর দিয়েছেন ‘অনুরাগের ছোঁয়া’র ‘মিশকা’। বছরের শুরুতেই আনুষ্ঠানিক বিয়ে সারেন তিনি। 

জনপ্রিয় রিয়্যালিটি শো ‘ডান্স বাংলা ডান্স’ থেকে খ্য়াতি অর্জন করেন অহনা। তারপরই সোজা ধারাবাহিকে এন্ট্রি। ‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকে ‘মিশকা’র চরিত্রে অভিনয় করে বাঙালি বাড়ির জনপ্রিয় মুখ হয়ে ওঠেন অহনা। ইতিমধ্যেই তিনি রাজ চক্রবর্তী, ঋত্বিক চক্রবর্তী এবং মিঠুন চক্রবর্তীর সঙ্গে ‘সন্তান’ ছবিতে কাজ করেছেন। দীপঙ্করের সঙ্গে বহুদিনের বন্ধুত্ব ও প্রেম অহনার। সুযোগ পেলেই দুজনে মিলে ঘুরতে বেরিয়ে পড়েন। ২০২৩ সালে প্রেমিকের সঙ্গে আইনি বিয়ে সারেন। তিনি এবং দীপঙ্কর মিলে একটি বাড়িও কেনেন। চলতি বছরের শুরুতে সাতপাকে বাঁধা পড়েন দুজনে।

Ahona-Dutta

দিনকয়েক আগে মন্দারমণিতে ছুটি কাটাতে যান অহনা ও দীপঙ্কর। সমুদ্রতটে কাটানো বেশ কয়েকটি বিশেষ মুহূর্তের ছবি ইনস্টাগ্রামে ভাগ করে নেন অহনা। লেখেন, অগাস্টেই আসছে নতুন অতিথি। জীবনের এই বিশেষ সময় আপাতত চেটেপুটে উপভোগ করছেন অভিনেত্রী। তিনি জানান, সাবধানে রয়েছেন। তবে এখনই সিরিয়ালের কাজ থেকে বিরতি নিচ্ছেন না। কাজ চালিয়ে যাবেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ






Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *